ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাছের বিয়ে ॥ রনির ঘরে হাসানের গাছ

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

গাছের বিয়ে ॥ রনির ঘরে হাসানের গাছ

স্টাফ রিপোর্টার ॥ বাদ্য বাজছে। চলছে গান- বিয়ের সজনী সাজো কন্যালা। অতিথিরা এসেছেন। কাজীও হাজির। কাবিননামাও আছে। হ্যা এটি একটি বিয়ের অনুষ্ঠান। তবে মানুষে মানুষে নয় গাছে গাছে। প্রথম বিয়েটি হলো। ঠিক বিকেল ৪টা ৪০ মিনিটে। হাসান বেনাউলের গাছটি আহসান রনির ঘরে গেল। গাছ দু’টির বিয়ে হলো। হলো মালা বদল। তারা নব দম্পতি। কেউ বলছেন পাগলামি কেউ বলছেন আর কত কী দেখবো জীবনে। সে যাই হোক এ পাগলামি সবুজ বাঁচানোর চেষ্টায়। সবুজের সঙ্গে সবুজের মিতালি শুধু নয় রুক্ষ শহরের রুক্ষ মনকে কাছে টেনে আনারও প্রয়াসও বটে। রাজধানীর পরিবেশ ভবনের খোলা চত্তরে প্রিয় ঢাকাকে সবুজে ছেয়ে দিতে গাছে গাছে বিয়ের ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়া হয়। গ্রিন সেভার্স এ্যাসোসিয়েশন এবং বেনাউল দ্য পাইপার এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে শনিবার বিকেলে। উদ্যোক্তারা বলছেন সাধারণ মানুষ গাছগুলো নিয়ে এসেছেন। তাদের সম্মতিতে দু’টি গাছের বিয়ে হয়েছে। বিয়ের পর একটি ভাগ্য পরীক্ষা। আর সেখানে বিজয়ীর ঘরেই যাবে গাছের জুটি। এক্ষেত্রে উভয় পক্ষ একটি অঙ্গীকার নামায় সই করবেন। খুব সাধারণ এই অঙ্গীকার নামায় সবুজ বাঁচানোর আকুতি রয়েছে। আয়োজকরা বলছেন, আধুনিকতায় আমরা এতটাই ডুবে যাচ্ছি যে আমরা দরজার ওপারের প্রতিবেশীরও খবর রাখি না। পাশাপাশি বসেই হয়ত অনেকে ক্ষুধে বার্তায় আলাপ সেরে নেয়। গাছে গাছে বিয়েকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। শেষ পর্যন্ত বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয় হয় তখন ১০ জুটি গাছের বিয়ে হলো। অচেনা অজনা ২০টি পরিবার সবুজকে কেন্দ্র করে বন্ধন গড়ে তুলেছে। বিয়ের এই অনুষ্ঠানে অতিথি চিত্রনায়ক রিয়াজ বললেন, সবুজ বাঁচানোর এই চেষ্টা সত্যিই অভিনব। তিনি সকলকে সবুজ বাঁচানোর আহ্বান জানিয়ে বলেন সবুজের সঙ্গে সঙ্গে সম্পর্কও বাঁচাতে হবে। আয়োজকদের একজন আহসান রনি বলেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আগের মতো নেই। আন্তরিকতাও কমছে। আমরা পাশের বাসার খবরও রাখি না। এই বিয়ের মাধ্যমে নতুন করে সম্পর্ক তৈরি করা আমাদের একটি উদ্দেশ্য। তিনি বলেন, গাছের শুধু বিয়ে হচ্ছে না পাশাপাশি গাছগুলো পরিচর্যার জন্য তৈরি করা হয়েছে গাছের হাসপাতাল। হাসান বেনাউল ইসলাম বলেন, ঢাকা শহরের মানুষের মধ্যে আন্তরিকতা কমে গেছে। কেবল সবুজই পারে সম্পর্ককে ঠিক রাখতে। এই উদ্যোগ আমরা ছড়িয়ে দিতে চাই সকলের মধ্যে। আমরা সবুজ বাঁচাতে চাই জীবন বাঁচাতে চাই। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক সুলতান আহমেদ বলেন, গাছের সঙ্গে গাছের বিয়ে দেয়ার ঘটনাটি একটু উদ্ভট হলেও এর উদ্দেশ্য মহৎ। এমন মহৎ উদ্যেগই পারে সবুজ বাঁচাতে।
×