ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে প্রাচীন গুহাচিত্র

প্রকাশিত: ০৪:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সবচেয়ে প্রাচীন গুহাচিত্র

আধুনিক মানুষদের পূর্বপুরুষ নিয়ান্ডারথালরাই বিশ্বে সবচেয়ে পুরনো গুহাচিত্রের জনক বলে ধারণা করছেন প্রতœতত্ত্ববিদরা। স্পেনের বিভিন্ন গুহার দেয়ালে আঁকা অন্তত ১ লাখ ২০ হাজার বছর আগে আঁকা চিত্রগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে নতুন এই তথ্য প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের প্রতœতত্ত্ব বিজ্ঞানের প্রফেসর এ্যালিস্টেয়ার পাইক। বৃহ¯পতিবার বিজ্ঞান সাময়িকী সায়েন্সে জার্মানি এবং ব্রিটেনের গবেষকদের এ সংক্রান্ত নিবন্ধটি ছাপা হয়।- সায়েন্স আলোকিত কোষ সিনথেটিক বায়োলুমিনিসেন্ট মলিকিউলসের সহায়তায় বিজ্ঞানীরা প্রাণীর কোষকে আলোকিত করায় সফল হয়েছেন। ঠিক জোনাকি এবং জেলিফিশ যে প্রক্রিয়ায় নিজেদের শরীরকে আলোকিত করে বিজ্ঞানীরা এক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করেছেন। এক্ষেত্রে জাপানের একদল গবেষক ইঁদুর এবং মারমোসেটের মস্তিষ্কের স্নায়ুর কিছু কোষকে আলোকিত করেছেন যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যাবে। -গার্ডিয়ান
×