ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু ক্যান্সার রোগী চিকিৎসার পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি

প্রকাশিত: ০৪:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

শিশু ক্যান্সার রোগী চিকিৎসার পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি

স্টাফ রিপোর্টার ॥ শিশু রক্তরোগ ও ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। ব্যয়বহুল হওয়ায় অনেক শিশু ক্যান্সার রোগী চিকিৎসার অভাবে অকালে মারা যায়। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে দু’ তৃতীয়াংশ শিশু ক্যান্সার রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। দেশে শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। তাই প্রাথমিক পর্যায়েই প্রতিরোধ করার ওপর বেশি জোর দিতে হবে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডাঃ মিলন অডিটোরিয়ামে শিশু রক্তরোগ ও ক্যান্সার সমিতি, বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, বিএমডিসি ও বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
×