ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৫ বছর পর মূসক বাড়ছে দক্ষিণ আফ্রিকায়

প্রকাশিত: ০৪:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

২৫ বছর পর মূসক বাড়ছে দক্ষিণ আফ্রিকায়

গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মূল্য সংযোজন কর (মূসক) বাড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাজেট ঘাটতি এবং ঋণের বোঝা কমাতে দেশটির নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সময়কালে দেশটির অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল থেকে মূল্য সংযোজন কর ১৫ শতাংশে উন্নীত করছে সরকার। যা দেশের অর্থনীতিতে ২০১৮-১৯ অর্থবছরে ২শ’ কোটি ডলার রাজস্ব আয় যোগাবে। ১৯৯৩ সাল থেকে দেশটিতে মূল্য সংযোজন করে কোন পরিবর্তন আনা হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×