ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড ফাইন্যান্সের রিজার্ভ কমছে

প্রকাশিত: ০৪:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

 ইউনাইটেড ফাইন্যান্সের রিজার্ভ কমছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ব্যবসায় মুনাফার ১০৪ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে কোম্পানির একই পরিমাণ রিজার্ভ কমবে। ইউনাইটেড ফাইন্যান্সের ২০১৭ সালে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৫ শতাংশ (১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) হারে প্রতিটি শেয়ারে ১.৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১০৪ শতাংশ। ফলে মুনাফার অতিরিক্ত ৪ শতাংশ কোম্পানির রিজার্ভ থেকে দেয়া হবে। কোম্পানিটির ২০১৭ সালে শেয়ার প্রতি ১.৪৪ টাকা হিসেবে মোট ২৫ কোটি ৬২ লাখ টাকা মুনাফা হয়েছে। কিন্তু শেয়ার প্রতি ১.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের ২৬ কোটি ৭৩ লাখ টাকার নগদ ও বোনাস শেয়ার দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×