ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬১৫ কোটি টাকা কম প্রস্তাব করেও পরিচালনা পর্ষদে বেশি আসন চেয়েছে এনএসই

প্রকাশিত: ০৪:২২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

৬১৫ কোটি টাকা কম প্রস্তাব করেও পরিচালনা পর্ষদে বেশি আসন চেয়েছে এনএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য চীনের কনসোর্টিয়ামের চেয়ে ৬১৫ কোটি টাকা কম দর প্রস্তাব করেছে ভারতের কনসোর্টিয়াম। তারপরেও ভারত ডিএসইর পর্ষদে চীনের চেয়ে বেশি আসনের প্রস্তাব করেছে। যা ডিএসই কর্তৃপক্ষ মেনে নিতে পারেনি। যে কারণে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চোখ রাঙানি সত্ত্বেও ভারতকে বাদ দিয়ে চীনকে কৌশলগত বিনিয়োগকারী করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কৌশলগত বিনিয়োগকারী হতে ডিএসইকে চীনের দুই শেয়ারবাজার শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম কারিগরি ও নগদসহ প্রায় ১ হাজার ২৯০ কোটি টাকার প্রস্তাব করেছে। আর ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নেতৃত্বাধীন ফ্রন্টিয়ার বাংলাদেশ ও নাসডাক কনসোর্টিয়াম ৬৭৫ কোটি টাকার প্রস্তাব করেছে। তবে কারিগরি বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি। এমতাবস্থায় বিএসইসি ভারতের কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করতে বাধ্য করলে, ডিএসইর ট্রেকহোল্ডারদের লোকসান হবে ৬১৫ কোটি টাকা। জানা গেছে, চীনের কনসোর্টিয়াম ডিএসইর প্রতিটি শেয়ারের দাম দিতে চেয়েছে ২২ টাকা। এক্ষেত্রে ডিএসইর ১৮০ কোটি শেয়ারের ২৫ শতাংশ বা ৪৫ কোটি শেয়ার প্রতিটি ২২ টাকা দামে ৯৯০ কোটি টাকায় কিনবে। পাশাপাশি ডিএসইর কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নে ৩০০ কোটিরও বেশি টাকা (৩৭ মিলিয়ন ডলার) ব্যয় করবে। যাতে কৌশলগত বিনিয়োগকারী হতে ১ হাজার ২৯০ কোটিরও বেশি টাকা পাবে ডিএসই। অপরদিকে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নেতৃত্বাধীন ফ্রন্টিয়ার বাংলাদেশ ও নাসডাক কনসোর্টিয়াম প্রতিটি শেয়ার ১৫ টাকা করে ৪৫ কোটি শেয়ার ৬৭৫ কোটি টাকায় কিনতে চায়। আর প্রযুক্তি সহায়তার বিষয়ে কোন প্রযুক্তি সিস্টেম না দিয়ে শুধু পরামর্শ এবং অভিজ্ঞতা শেয়ারের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি প্রস্তাবিত অভিজ্ঞতা বিনিময়ের জন্য ডিএসইর সঙ্গে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে একটি ব্যবসায়িক চুক্তির প্রস্তাব দিয়েছে। এদিকে চীনের কনসোর্টিয়াম ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী ডিএসইর পর্ষদে একটি আসন চেয়েছে। অপরদিকে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ডিমিউচুয়ালাইজেশন স্কিমের শর্ত লঙ্ঘন করে ডিএসইর পর্ষদে দুটি আসনের শর্তজুড়ে দিয়েছে। উল্লেখ্য, চীনের কোনসোর্টিয়াম বেশি টাকা দিতে চাইলেও বিএসইসি অজানা কারনে ভারতের পক্ষে। তবে ডিএসই দুই কনসোর্টিয়ামের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাই-বাছাই করে চীনা দুই স্টক এক্সচেঞ্জকেই বেছে নিয়েছে। আর এটি অনুমোদনের জন্য এরই মধ্যে বিএসইসির কাছে পাঠানো হয়েছে।
×