ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে কৃষক রাজ্জাক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

মাদারীপুরে কৃষক রাজ্জাক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ মাদারীপুরের কৃষক রাজ্জাক হাওলাদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচীতে আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সোহরাব হোসেন খান, ইউপি সদস্য আঃ হক সরদার, আনোয়ার হোসেন খান, গোলাম ফারুক হাওলাদার, ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টু প্রমুখ। মানববন্ধনে বক্তারা কৃষক রাজ্জাক হাওলাদার হত্যার মূল পরিকল্পনাকারী কুখ্যাত ডাকাত এলাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ মুজাম মীর, ড্যান্ডি বাবু তালুকদার, শাহিন মীর, মহসিন মীর, মিজানুর মীর, মনজুর মীর, মুরাদ মীর, সালাম ঢালী, মিন্টু মীর, সজল মীর, শওকত মীর, খসরু মীর, সাইদুল হাওলাদার, আসাদুল হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদার, হারুণ মীর, আবু মীর, কাওসার মীর, সান্টু মীর ও ই¯্রাফিল মৃধাসহ সকল আসামি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও ২জন ছাড়া আর কোন আসামি গ্রেফতার হয়নি। অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে সে নিখোঁজ থাকে। পরদিন বিকেলে বাড়ির অদূরে একটি পুকুর থেকে পায়ে ইটবাঁধা অবস্থায় রাজ্জাকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
×