ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডুয়েটে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ডুয়েটে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ উচ্চশিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষা সুনিশ্চিতের লক্ষ্যে প্রথম আন্তর্জাতিক সম্মেলন শনিবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘কোয়ালিটি এ্যাসুরেন্স ইন হায়ার এডুকেশন- ২০১৮’ বিষয়ক এ সম্মেলন বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। আইকিউএসি’র পরিচালক ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলনে উপস্থিত ছিলেন ডুয়েট’র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। সম্মেলনে কী-নোট স্পীকার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রকল্পের কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিট-এর কোয়ালিটি এ্যাসুরেন্স বিশেষজ্ঞ আহমেদ তাজমীম। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব ও ডুয়েট’র আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
×