ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালক ও স্কুলছাত্রসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় চালক ও স্কুলছাত্রসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাকের ধাক্কায় কেরানীগঞ্জে অটোরিক্সা চালক ও দুই যাত্রী, ফতুল্লায় স্কুলছাত্র, নীলফামারীতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজশাহীতে অটোরিক্সা উল্টে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কেরানীগঞ্জ ॥ দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে ইকুরিয়া এলাকায় ঢাকা-মাওয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজির দুই যাত্রী সোহেল (২৪) ও আফজাল এবং চালক চান মিয়া। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে।জানা গেছে, রাত ২টার দিকে পোস্তগোলা থেকে দুই যাত্রী নিয়ে সিএনজি গাড়িটি ইকুরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক চান মিয়াকে ঢামেকে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি থানার সহিদুল ইসলামের ছেলে সোহেল (২৪), পটুয়াখালি জেলার বাউফল থানার সোবহান খানের ছেলে আফজাল (৩০) ও মাদারীপুর জেলার আব্দুুুল রাজ্জাকের ছেলে চালক চান মিয়া। নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ট্রাক চাপায় ছোটন (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। নিহত ছোটন দেলপাড়া প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। সে একই এলাকার দেলোয়ার হোসেন দেলুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন। জানা গেছে, শুক্রবার রাতে দেলপাড়া বাজার সড়কে ছোটন রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইটবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পরে স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নীলফামারী ॥ ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুলাল চন্দ্র (২৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার বিকেলে জেলার কিশোরীগঞ্জ হতে তারাগঞ্জ সড়কের কাটগাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দুলাল চন্দ্র উপজেলার উত্তর দুরাকুটি মাছুয়াপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। রাজশাহী ॥ নগরীর সড়কে অটোরিক্সা উল্টে আহত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সাধুর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তার সঙ্গে থাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত। তিনি বলেন, মিজানুর রহমান মিনু নগরীর সাহেববাজার এলাকা থেকে অটোরিক্সায় ভদ্রা আবাসিক এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন। সাধুর মোড় এলাকায় সড়কের গতিরোধক পার হওয়ার সময় তার অটোরিক্সা উল্টে গিয়ে আহত হন। তিনি মাথায় আঘাত পান। পরে অপর একটি অটোরিক্সায় তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তিনি বাড়ি চলে যান।
×