ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তিন খুন

প্রকাশিত: ০৪:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তিন খুন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গত ২৪ ঘণ্টায় ৩টি হত্যাকা- হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শুক্রবার রাতে সদর উপজেলার সুহাতায় পূর্ব বিরোধের জের ধরে নূরে আলম (৪৫) নিহত হয়। সে সুহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্বজনদের অভিযোগ, নূরে আলমের সঙ্গে একই গ্রামের শাহজালাল ও খলিলের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল তার ঘরে ঢুকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণনা করে। অন্যদিকে, বিজয়নগর উপজেলার একটি ধানী জমি থেকে অজ্ঞাত (২০) এক তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পত্তনের একটি বিলের ধানের জমি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনের পর তাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে। এদিকে, ধর্মান্তরিত যুবক আব্দুল্লাহ মিয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সদর উপজেলার সুহিলপুর গ্রামের মাইজহাটির একটি পুকুর থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। সে এ গ্রামের পালক পিতা সহিদ মিয়ার ছেলে। নিহতের পালিত মা হেনা বেগম জানান, আব্দুল্লা মিয়া (চিরঞ্জিত) অন্তত ১২ বছর আগে আখাউড়া রেলস্টেশনে পথশিশুর মতো ঘোরাঘুরি করত। তখন তার বয়স ছিল ৬ বছর। হেনা বেগম তাকে দত্তক নেয়। তারপর হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে তার নাম চিরঞ্জিত থেকে আব্দুল্লাহ মিয়া রাখা হয়। এরপর থেকে সে পালিত বাবা- মায়ের কাছে বড় হতে থাকে। শুক্রবার রাতে সে বাড়ি থেকে বের হয় বাড়ির পাশে পাঁচপীরের মাজারে গান শুনতে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে জানায়। নওগাঁয় বৃদ্ধ ও গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কির্ত্তীপুর বাজারে প্রকাশ্যভাবে তোজাম্মেল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে। ঘাতক যুবক মোঃ সায়েন সিদ্দিক সেতুকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম জানান, সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের আতিথা গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র তোজাম্মেল হোসেন নওগাঁ শহরের কাজিরমোড়ের বাসায় এবং গ্রামে দুইস্থানেই বসবাস করে আসছিলেন। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত ঘটনায় দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল তার। ঘটনার সময় তোজাম্মেল হোসেন কির্ত্তীপুর বাজারে প্রধান সড়ক ধরে হাঁটছিলেন। ইউনিয়ন পরিষদের মোড়ে পৌঁছলে আতিথা গ্রামের আইয়ুব হোসেনের পুত্র মোঃ সায়েন সিদ্দিক সেতু তার পেটে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তোজাম্মেলকে সঙ্গে সঙ্গে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পরই স্থানীয় লোকজন এবং চৌকিদাররা প্রায় তিন কিলোমিটার দৌড়ে সেতুকে আটক করতে সক্ষম হয়। এদিকে পতœীতলায় সুলতানা আক্তার বুলবুলি (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী নুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুলবুলি পতœীতলা উপজেলার মাটিন্দর গ্রামের নুর ইসলামের স্ত্রী এবং একই গ্রামের আজিজার রহমানের মেয়ে। পতœীতলা থানার অফিসার্স ইনচার্জ জানান, বুলবুলির স্বামী নুর ইসলামের দেয়া জবানবন্দীতে জানা যায়, প্রতিদিনের মতোই শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্য পারিবারিক কলহ হয়। এরই এক পর্যায়ে নুর ইসলাম বুলবুলিকে প্রথমে বুকে আঘাত করে। পরে তার মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘাতক নুর ইসলামকে গ্রেফতার করে। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছে। তার নাম মোঃ ইব্রাহিম (১৯)। শুক্রবার রাতে নগরীর সদরঘাটের জুঁই ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম এলাকার রেল কলোনির বাসিন্দা জসিম উদ্দিনের পুত্র বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তথ্য মতে, রাস্তায় হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্ত দলের ছুরির আঘাতে ইব্রাহিম গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
×