ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ২টি উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঘোষপুর উচ্চ বিদ্যালয় ৪ তলা ভবন ও বীরগাঁও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান দুটিতে বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ। সিংহজানী বহুমুখী স্কুলে শতবর্ষ উদ্যাপন নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ জামালপুরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উৎসব শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে অনুষ্ঠানমালা। শহরের কাছারিপাড়ায় এই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯১৮ সালে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষী স্মারক বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা। পরে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টির শতবর্ষী স্মারক ফলক উন্মোচন করেন। উৎসব উপলক্ষে সকালে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসবের মূল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম জহুরুল ইসলাম মনসুর। বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা। আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকীবিল্লাহ, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক সফিউর রহমান সফি প্রমুখ। এনায়েতপুরে স্মরণসভা সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদিয়া চাঁদপুর ইউনিয়ন চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম সিরাজের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আলহাজ আব্দুল মজিদ ম-ল। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল হাই সরকার, ম-ল গ্রুপের এমডি মোঃ আব্দুল মমিন ম-ল, খামারগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হায়দার আলী সরকার, বেতিল হাইস্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম। মুক্তিযোদ্ধার জমি জালিয়াতির অভিযোগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর রাজপাড়া থানাধীন চ-িপুর এলাকায় এক মুক্তিযোদ্ধার প্রায় সাড়ে পনেরো কাঠা জমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধার সন্তান শাহজাদা সামাদ।লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা মৃত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (লাল মুক্তিবার্তা- ৩০১০১০১০৭) ১৯৭৫ সাল থেকে রাজশাহী মহানগরীর চ-িপুর মৌজায় বসবাস করে আসছেন। সপরিবারে বসবাসরত অবস্থায় ১৯৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। বাড়িটি অনেক পুরাতন হওয়ায় এবং যাতায়াতের রাস্তা পুকুরে ভেঙ্গে যাওয়ায় বছর তিনেক আগে ওই বাড়ি থেকে তারা একই এলাকায় অন্য বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিসকী আলম জাল দলিল, জাল জাবেদা নকল ও ভুয়া ডিক্রির জাল জাবেদা নকল তৈরি করে ভূমি অফিসে খারিজের আবেদন করেছেন। শাহজাদা সামাদ বলেন, ‘খবর পেয়ে তারা মিসকীর দরখাস্তের সঙ্গে দাখিল করা দলিলের ফটোকপিতে দেখেন বাগমারার মৃত মহিরুদ্দিনের স্ত্রী সমেজান বেওয়ার নামে ১৯৬১ সালে জমিটি ক্রয় দেখানো হয়েছে। যার দলিল নং- ৭১১১। কিন্তু তারা ১৯৬১ সালের ৭১১১ নম্বর দলিল রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখতে পান তা দুর্গাপুরের জনৈক সোনারজান বিবির নামে ক্রয় করা। খুবিতে শিল্পকর্ম প্রদর্শনী শুরু আজ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্বাবদ্যালয়ের (খুবি) চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে চার দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এতে দুই শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হবে। ইনস্টিটিউটের অধীনে পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাষ্কর্য ডিসিপ্লিনের বর্তমান শিক্ষার্থী ও পুরানো দুইটি ব্যাচের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। শনিবার খুবির কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজী ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। আমির হোসেন মোল্লা স্কুল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে শুক্রবার সকালে আমির হোসেন মোল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন নব প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দিন আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার প্রমুখ। পাথর চাপায় শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর চাপায় এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। তার নাম ফরহান উল্লাহ (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইলা গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে। জানা যায়, শনিবার সকাল ১০টায় পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেন আনাই মিয়ার কোয়ারীতে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে মারা যান ঐ শ্রমিক। তড়িঘড়ি করে তার লাশ পাঠিয়ে দেয়া হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। নীলফামারীতে ডিজিটাল মেলা শুরু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের সহায়তায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৪টায় স্থানীয় হাইস্কুল মাঠে এ মেলার আনুষ্ঠানিক ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মোঃ খলিলুর রহমান। উদ্বোধনের আগে মেলা চত্বর হতে একটি র‌্যালি বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান, সাবেক জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। মেলায় ৭৬টি স্টলে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চার অপহৃত উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুর থানা পুলিশ আিভযান চালিয়ে ৪ অপহৃতকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বেড়া উপজেলার কাশিনাথপুর বাজার এলাকায় রংপুর থেকে কাজ করতে আসা ৪ শ্রমিককে কাজ দেয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে একটি দুর্গম চর এলাকায় জিম্মি করে রাখে। পরে অপহরণকারীরা তাদের স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এদিকে শাহজাদপুর থানার অফিসার ইনাচর্জ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে শুক্রবার গভীর রাতে চৌহাালির ওমরপুর চর থেকে একজন ও বেড়া থানার নাকালিয়া থেকে তিন অপহৃতকে উদ্ধার করেছে ও এক অপহরকারীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃতরা হলো রংপুরের পীরগাছা থানার হাসানপুর গ্রামের রিংকু ম-ল (৩০), জামাল ম-ল(২৬), শাকিল (২৪), রফিকুল (৪০)। বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ সুনামগঞ্জের প্রায় সব হাওড়ের বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচীর পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমাদের দু’মাস আগের করা বাঁধ নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তিসহ তিনটি দাবির একটিও বাস্তবায়ন হয়নি। বাঁধ নির্মাণ, নদী খননসহ সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি এবং বাঁধ নির্মাণে নীতিমালা লঙ্ঘন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বাতিল না করার প্রতিবাদ জানান বক্তারা। এ সময় বক্তারা আবারও দাবি তোলেন নতুন নীতিমালানুযায়ী দ্রুততম সময়ে বাস্তবায়ন চায় হাওড়বাসী। হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য মুর্শেদ আলম প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার ,ঈশ^রদী ॥ ঈশ্বরদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট বিতরণ করা হয়। সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন এবং আরএআরএস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে এর আয়োজন করা হয়। শনিবার সকালে ডাল গবেষণা কেন্দ্র এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত অনুঠানে মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক সিএসও ড. শাহাবুদ্দিন খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল ও সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন ও আরএসআরএস হাইস্কুলের অধ্যক্ষ কবীর আলী বক্তব্য রাখেন। রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ ফেব্রুয়ারি ॥ আমতলী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। হারুন অর রশিদ সভাপতি ও হায়াতুজ্জামান মিরাজ সাধারণ সম্পাদক। শুক্রবার কমিটি গঠন করা হয়। ইউনিটির সকল সদস্যের কণ্ঠভোটে হারুন অর রশিদ সভাপতি, হায়াতুজ্জামান মিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ- সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, দফতর সম্পাদক ফয়সাল বারী, প্রচার ও তথ্য গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউছুফ আলী, কার্যকরী সদস্য পরিতোষ কুমার কর্মকার ও মোঃ হোসাইন আলী কাজী। ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজের স্থান নির্ধারণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ ফেব্রুয়ারি ॥ ২০ লক্ষাধিক মানুষের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ এ বছরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাব্যতা যাচাই (সার্ভে রিপোর্ট) উপস্থাপন করা হয়। রিপোর্টে তিনটি পয়েন্টে ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হলে উপস্থিত সবাই সম্মতি প্রদান করেন। রির্পোটে বলা হয়, মোট ৩টি সেতু নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৯৩ কোটি টাকা। শনিবার বেলা ১২ টার দিকে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা-বরিশাল সেতু নির্মাণ সেতু বিভাগের উচ্চ পর্যায়ের প্রকৌশলীদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে ভোলা জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরামর্শক গ্রুপের প্রধান নিরমাল বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে ৩টি সাইটে (পয়েন্টে) ব্রিজটি নির্মাণের প্রস্তাব করা হয়। প্রথমটি হচ্ছে বরিশালের লাহারহাট ফ্রেরিঘাট থেকে ভোলার ভেদুরিয়া ফ্রেরিঘাট। দ্বিতীয়টি পটুয়াখালির ধুলিয়া লঞ্চঘাট থেকে ভোলার ভেলুমিয়া এবং ৩য়টি বরিশাল বাকেরগঞ্জের টুমচর থেকে ভোলার ভেলুমিয়ার গাজীরচর।
×