ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার ॥ আটক ৮

প্রকাশিত: ০৪:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার ॥ আটক ৮

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ ফেব্রুয়ারি ॥ শহরের নিশ্চিন্তপুর কওমী মাদ্রাসার ছাত্র আবু বক্করের (১৬) আগুনে দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার সুপারসহ আট জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। শনিবার সকালে মাদ্রাসার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের স্বজনদের অভিযোগ রহস্যজনক হত্যাকা-। আবু বক্কর সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, শনিবার ফজরের নামাজের পর মাদ্রাসার একটি বাথরুমে বক্করের লাশ দেখা যায়। বাথরুমের ভিতরে দরজা লাগানো ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। আবু বক্করের স্বজনরা জানায়, শুক্রবার সকালে আবু বক্কর মা-বাবার কাছে বাড়িতে গিয়েছিল। দুইশ’ টাকা নিয়ে সন্ধ্যার আগেই সে মাদ্রাসায় ফিরে আসে। এটি রহস্যজনক এবং হত্যাকা- বলে অনেকে মতামত ব্যক্ত করেন। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন। পটিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ ফেব্রুয়ারি ॥ পুলিশ ফাঁড়ির একশ’ গজ দূরে কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি পিকআপকে (চট্ট মেট্রো ন- ১১-৬১৪৯) হাইওয়ে পুলিশ থামার সিগন্যাল দেয়। পিকআপ চালক ইউছুপ একটু দূরে গিয়ে এক পুলিশ সদস্যকে ম্যানেজ করার চেষ্টা করলে ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের সন্দেহ হয়। এক পর্যায়ে গাড়িটি ফাঁড়িতে নিয়ে তল্লাশি চালালে গাড়ির লোহার পাতের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় গাড়িচালক মোঃ ইউছুপ (২৫), সহকারী চালক মোঃ আলমগীর ও রবিউল আওয়ালকে গ্রেফতার করা হয়। তাদের তিনজনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এলাকায়।
×