ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমনায় অন্যরকম মাধবীবরণ

প্রকাশিত: ০৩:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

রমনায় অন্যরকম মাধবীবরণ

স্টাফ রিপোর্টার ॥ কোকিলের কুহুতান যেমন বসন্তের আগমন বারতা ছড়িয়ে দেয়, তেমনি মাধবী ফুলের হাত ধরেই আসে ফাগুন। কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর কথা-কবিতা-গানে মাধবীলতাকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করলেও ফুলটি চেনেন না অনেকেই। আবার কেউ কেউ মধুমালতী বা মধুমঞ্জিরলতাকে মাধবী বলে ভুল করেন। মাধবীলতাকে ঘিরে রাজধানীর রমনা পার্কে শুক্রবার হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন। তরুপল্লব আয়োজিত মাধবীবরণ অনুষ্ঠানে যোগ দেন অর্ধশতাধিক প্রকৃতিপ্রেমী। এই আয়োজনের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম নতুন করে মাধবী সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, তরুপল্লবের কার্যনির্বাহী সদস্য গোলাম শফিক, সাহানা চৌধুরী, প্রকৃতিপ্রেমী প্রভাষ আমিন, ফারুক মঈনুদ্দিন, আমিনুল ইসলাম, মফিজ ইমাম প্রমুখ। সভাপতিত্ব করেন বৃক্ষাচার্য দ্বিজেন শর্মার সহধর্মিণী দেবী শর্মা। উপস্থিত সকলেই দ্বিজেন শর্মার স্মৃতিচারণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে কবিতা ও গান পরিবেশন করেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস, বিলু কবীর, মতিন রায়হান, বকুল আশরাফ, লায়লা আহমেদ ও মানিক মোহাম্মদ রাজ্জাক প্রমুখ। আয়োজনের শেষে ছিল মুড়ি-মুড়কিসহ বিচিত্র খাবারের সমন্বয়ে বাসন্তী আপ্যায়ন। ২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনাপার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। তরুপল্লব এ পর্যন্ত ২৬টি গাছ চেনানোর অনুষ্ঠান, উদ্যান কর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশসহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
×