ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিল্লীতে ট্রুডোর ভাংড়া নাচ...

প্রকাশিত: ০৩:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

দিল্লীতে ট্রুডোর ভাংড়া নাচ...

নাচ দিয়ে উষ্ণতা ছড়ালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের রাজধানী নয়াদিল্লীর কানাডা হাইকমিশনে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বাদ্যের তালে তালে ভাংড়া নাচ নাচলেন ট্রুডো। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পাঞ্জাবের ঐতিহ্যবাহী এ নাচের ছন্দে ভারতীয় পোশাকে ট্রুডোর তাল মেলানো নিয়ে প্রশংসা-নিন্দা দুইই চলছে। -ওয়েবসাইট বাসে পড়েছিল চিত্রকর্ম! নয় বছর আগে মার্সাইয়ের জাদুঘর থেকে চুরি যাওয়া এদগার দেগাবের একটি চিত্রকর্ম প্যারিসে এক বাসের ভেতর পরিত্যক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়। ১৮৭৭ সালে আঁকা ‘লে কোরিস্ত’ ছবিটির দাম সাত লাখ পাউন্ড। পরে মার্সাই জাদুঘর কর্তৃপক্ষ প্যাস্টেল রঙে আঁকা ছবিটি আসল বলে নিশ্চিত করেন। ১৮৩৪ সালে প্যারিসে জন্ম নেয়া দেগার চিত্রকর্মে প্রতিচ্ছায়াবাদের প্রবর্তকদের একজন। ১৯১৭ সালে তিনি মারা যান। -ইন্টারনেট
×