ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী পুরোদমে চলবে ॥ পিয়ংইয়ং

প্রকাশিত: ০৩:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী পুরোদমে চলবে ॥ পিয়ংইয়ং

উত্তর কোরিয়া ঘোষণা করেছে, দেশটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুরোদমে চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা রডং সিনমুন এক নিবন্ধে একথা জানিয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার যে বাসনা আমেরিকা পোষণ করে তাকে ‘বোকামি’ হিসেবে আখ্যায়িত করে পত্রিকাটি লিখেছে, পিয়ংইয়ংয়ের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং হাইেড্রোজেন বোমা রয়েছে। এ ছাড়া, সম্ভাব্য মার্কিন হামলার কঠোর জবাব দেয়ার জন্য পিয়ংইয়ংয়ের সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে বলেও রডং সিনমুন জানিয়েছে। কোরীয় উপদ্বীপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী ত্যাগ করার আহ্বান জানাচ্ছে। তবে উত্তর কোরিয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, যতদিন সে দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ না হবে ততদিন এসব কর্মসূচী স্থগিত হবে না। এ দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছেন, তার সরকার উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেবে না। তিনি আরও বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার আলোচনা একইসঙ্গে চলবে। মুনের মুখপাত্র ইউন ইয়ং-চ্যান শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, ‘ দু’টি আলোচনা পাশাপাশি চলবে এবং প্রেসিডেন্ট মুন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা অক্ষুণœ রাখা হবে।’ ইউন বলেন, ‘প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, বিশ্বের সব দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া শক্ত অবস্থান নিয়ে বলছে, সিউল কখনও উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেবে না।’ -ইয়াহু নিউজ
×