ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলায় নিন্দা জানাই ॥ ফখরুল

প্রকাশিত: ১৯:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলায় নিন্দা জানাই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নয়া পল্টনে বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের জনসভা করতে দেয়নি। সমাবেশের অনুমতি না পেয়ে আমরা কালো পতাকা কর্মসূচি করতে চেয়েছিলাম যা একেবারে ছিল শান্তিপূর্ণ। কিন্তু দুর্ভাগজনকভাবে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। সকাল থেকে জড়ো হওয়া নেতাকর্মীরা পুলিশ অতর্কিতভাবে হামলা করে। পুলিশ রঙিন পানি ছুড়তে থাকতে। টিয়ারশেল ছোড়ে। টিয়ারশেলে কেন্দ্রীয় কার্যালয়ের দমবন্ধ পরিবেশ ছিল। শনিবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। পুলিশের এই কার্যকলাপ প্রমাণ করে দেশ এখন দুঃশাসনের করালগ্রাসে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই কর্মকাণ্ডকে তীব্র ঘৃণা করি, ধিক্কার জানাই, নিন্দা জানাই। সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে এই নির্যাতন বন্ধ করুন অন্যথায় এই সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা আরও দাবি জানাই আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন বলেন ফখরুল।
×