ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে চার্জার লাইটের ভেতর স্বর্ণ পাচার, যাত্রী আটক

প্রকাশিত: ০৭:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালালে চার্জার লাইটের ভেতর স্বর্ণ পাচার, যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর মিলল ১৬ লাখ ৯৫ হাজার টাকার স্বর্ণ। এ ঘটনায় মোঃ মাসুদ রানা নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মনোহরপুরে। শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে আগত ওই যাত্রীর কম্বলের ব্যাগে থাকা চার্জার লাইট ভেঙ্গে ৩৩৯ গ্রাম স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা। মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদে জানতে পারি শুক্রবার মালয়েশিয়া (কুয়ালালামপুর) হতে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নং বিএস-৩১৪ এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান আসবে। সকাল সোয়া ৬টায় শাহজালালে বিমানটি অবতরণ করলে ওই যাত্রীকে শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকে শুল্ক গোয়েন্দা। গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন তিনি। পরে মাল স্ক্যানিং করলে চার্জার লাইটের ভেতর স্বর্ণসদৃশ ধাতব দেখা যায়। পরে চার্জার লাইটটি ভেঙ্গে ব্যাটারির অভ্যন্তরে কালো রঙের স্কচটেপে মোড়ানো ২ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। দুইটি স্বর্ণবারের ওজন ৩৩৯ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৫ হাজার টাকা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
×