ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা এখন যেন বইয়ের শহর

প্রকাশিত: ০৬:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা এখন যেন বইয়ের শহর

ঢাকা এখন যেন বইয়ের শহর। নগরের বিভিন্ন এলাকায় দেখা মিলছে বড় পরিসরে বইয়ের দোকান। বুক ক্যাফে গোত্রের বইয়ের দোকানগুলোতে বই কেনার পাশাপাশি বসে পড়ার ব্যবস্থাও রয়েছে। চা-কফির পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন খাবারও। এত বই পড়া নয়, জ্ঞান আর উপলব্ধি বিচিত্র ভুবনে বুঁদ হয়ে থাকা। এখানে প্রতিদিনের জীবন আর বইয়ের জগত মিলেমিশে একাকার। এই আনন্দযজ্ঞে সবার থাকে নিমন্ত্রণ। যারা আসেন বইয়ের মাঝে ডুব দিতেই যেন তাদের আনন্দ। স্নিগ্ধ প্রশান্তিতে কেউ বই কেনেন কেউ বা আবার পরখ করতে ব্যস্ত। নগর ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বাতিঘর, বই, দীপনপুর, পাঠক সমাবেশের তো বইয়ের ক্যাফে। পড়ার ইচ্ছে মনে-চোখে জ্বেলে যারা রাখেন, তাদের যাপিত জীবনের অংশই যেন হয়ে উঠেছে বইয়ের এই রাজ্যগুলো। ক্রেতা দর্শনার্থীরা বলেন, আমরা আশাবাদী ঢাকার মানুষের ভিতরে নতুন করে ভালবাসা জাগবে। আমরা ভালবাসা হারিয়ে ফেলেছি ইট পাথরের দেয়ালের মধ্যে। আবার সেই ভালবাসা বইয়ের মধ্যে ফিরে আসবে। স্থাপত্যশৈলীর আভিজাত্য, বইয়ের বিপুল সংগ্রহ আর প্রশান্তিময় পরিসর। আর কি চাই বইয়ের পাতায় ডুব দিয়ে জ্ঞানসমুদ্রের কল্লোল শুনতে। -স্টাফ রিপোর্টার
×