ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় দলের অনুশীলনে নতুন গোলরক্ষক কোচ

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় দলের অনুশীলনে নতুন গোলরক্ষক কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ সাভারের জিরানির বিকেএসপিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন গোলরক্ষক কোচ জ্যাসন রয় ব্রাউন। তার এই যোগ দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ফুটবলাররা। কোচ আসায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারবেন বলেও জানিয়েছেন তারা। এদিকে অনুশীলন ক্যাম্পে এখনও ফুটবলারদের গুছিয়ে উঠতে পারেননি কোচ এ্যান্ড্রু অর্ড। কাতারে ক্যাম্পের পর আরও ভালভাবে দল গুছিয়ে নেয়া যাবে বলেই মনে করেন তিনি। দীর্ঘ ১৭ মাস পর গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। মাঝে দুদিন ক্যাম্প বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কার্যক্রম। কোচিং স্টাফে যোগ দিয়েছেন নতুন সদস্য। গোলরক্ষক কোচের শূন্যস্থানটা পূরণ করেছেন এক সময়ে ওয়েলস জাতীয় দলের হয়ে খেলা জ্যাসন রয় ব্রাউন। পেশাদার ক্যারিয়ারে তিনি খেলেছেন গ্লিংহাম, ব্ল্যাকবার্ন রোভার্সসহ আরও কিছু ক্লাবে। কোচিং ক্যারিয়ার শুরু ২০১৫ সালে ইংলিশ ক্লাব গ্লিংহামে। এরপর আর্সেনালের নারী দলের কোচ হিসেবে কাজ করেছেন। সেখান থেকে সোজা বাংলাদেশে। যদিও বয়সটা মাত্র ৩৫। সাফ ও এশিয়ান গেমসকে সামনে রেখেই তাকে নিয়োগ দিয়েছে বাফুফে। গোলরক্ষক কোচ যোগ দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ফুটবলাররা। নিয়োগের আট মাস পর দল পেয়েছেন কোচ অর্ড। অল্পদিনের অনুশীলনের পর এখনও খুব একটা গুছিয়ে উঠতে পারেননি।
×