ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চূড়ান্ত দল ঘোষণা বাহফের

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

চূড়ান্ত দল ঘোষণা বাহফের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১১-১৭ মার্চ ওমানে অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকির বাছাইপর্বের জন্য শুক্রবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। শুরুতে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ছিল। এরপর কমিয়ে আনা হয় ২৮ জনে। দলে সবচেয়ে বড় চমক স্ট্রাইকার পুস্কর ক্ষিসা মিমোর বাদ পড়া। দলে নতুন মুখ দ্বীন ইসলাম ইমন। যে চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে, তারা সবাই নতুন। ১৮ আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এশিয়ান গেমস। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২টি দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। বাংলাদেশের চূড়ান্ত দল ॥ অসীম গোপ, আবু সায়েদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন, সারওয়ার হোসেন, রোমান সরকার, হাসান যুবায়ের, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন। স্ট্যান্ডবাই: বিপ্লব কুজুর, মনোজ বাবু, মাহবুব হোসেন, মোঃ মহসিন।
×