ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে ব্যর্থ তামিম

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রথম ম্যাচে ব্যর্থ তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগে (পিএসএল টি২০) এবারও পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ভিসা জটিলতা কাটিয়ে দুবাইয়ে পৌঁছে গেছেন। পেশোয়ারের হয়ে লীগের উদ্বোধনী ম্যাচেও খেলেছেন। কিন্তু গত আসরের চ্যাম্পিয়ন দল পেশোয়ারের হয়ে গতবার ভাল ব্যাটিং নৈপুণ্য দেখালেও এবার প্রথম ম্যাচেই ব্যর্থ হয়েছেন। ১১ বলে ২ চারসহ ১১ রান করতে পেরেছেন। পেশোয়ার জালমিও নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে মুলতান সুলতানসের কাছে হেরেছে। ম্যাচে আগে ব্যাটিং করে পেশোয়ার জালমি। ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫১ রান করে। মোহাম্মদ হাফিজ সর্বোচ্চ ৫৯ রান করেন। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১৫২ করে জিতে যায় মুলতান সুলতানস। ওপেনার কুমার সাঙ্গাকারা ৫৭ ও শোয়েব মালিক অপরাজিত ৪২ রান করেন। এ লীগে খেলছেন সাব্বির রহমান রুম্মন, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদও। সাব্বিরের দল পেশোয়ার জালমি। সাকিব আল হাসানের পরিবর্তে সাব্বিরকে দলে নেয়া হয়েছে। মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে আর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ। শুক্রবারই মাহমুদুল্লাহর দলের খেলা থাকে। কিন্তু মাহমুদুল্লাহকে একাদশে রাখা হয়নি। সামনে ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির খেলা আছে। আর তাই এ চার ক্রিকেটার চার ম্যাচের বেশি খেলতে পারবেন না। পিএসএল শুক্রবার শুরু হয়েছে। ফাইনাল ম্যাচ দিয়ে লীগ শেষ হবে ২৫ মার্চ। এবার পিএসএলে একটি দল বেড়েছে। আগের ৫টি দল- পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর কালান্দার্স, করাচী কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে যোগ হয়েছে মুলতান সুলতানস। লীগের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে। পেশোয়ার জালমিতে তামিম ও সাব্বির ৬ মার্চের আগ পর্যন্ত চার ম্যাচ খেলতে পারবেন। শুক্রবার উদ্বোধনী ম্যাচসহ ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৩ মার্চ তামিম, সাব্বিরের দলের ম্যাচ রয়েছে। একইভাবে মুস্তাফিজের দল লাহোর কালান্দার্সের খেলা রয়েছে শুক্রবার, আজ, ২৬ ফেব্রুয়ারি, ২ মার্চ। মাহমুদুল্লাহর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা হয়েছে শুক্রবার। এরপর আজ, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৩ মার্চ খেলা আছে। মাহমুদুল্লাহর দলেরই ৩ মার্চ পর্যন্ত বেশি খেলা রয়েছে। যদি ২ মার্চ পর্যন্ত ক্রিকেটাররা খেলার সুযোগ পান তাহলে তামিম, সাব্বির তিনটি ম্যাচ খেলতে পারবেন। মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। তামিম, মুস্তাফিজ, মাহমুদুল্লাহর দল আগেই নির্ধারণ ছিল। সাকিবও ছিলেন। কিন্তু সাকিবের আঙ্গুলের চোট এখনও সেরে ওঠেনি। তাতে করে দেশ থেকে নিয়মিত টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগটি খেলা সাকিব এবার খেলতে পারছেন না। সাকিবের পরিবর্তে যে সাব্বির খেলবেন। তামিম মাঠে নেমে পড়েছেন। প্রথম ম্যাচে ব্যর্থও হয়েছেন।
×