ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে নিয়ে হাতুরার নতুন পরিকল্পনা

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীলঙ্কাকে নিয়ে হাতুরার নতুন পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ দায়িত্ব নিয়েই শ্রীলঙ্কান ক্রিকেটকে জাগিয়ে তুলেছেন হাতুরা সিংহে। ত্রিদেশীয় ওয়ানডের শিরোপা জয়ের পর টেস্ট-টি২০ দুই ভার্সনেই বাংলাদেশকে পর্যুদস্ত করেছেন টাইগারদের সাবেক কোচ। তবে এ সাফল্যেই থেমে থাকতে চাইছেন না তিনি। এবার দলটি নিয়ে নতুন পরিকল্পনা করছেন হাথুরা। দলের ভবিষ্যত নির্মাণে ক্রিকেটারদের পুল বাড়ানোর চিন্তা-ভাবনা করছেন লঙ্কান এই কোচ। ক্রিকেটারদের আলাদা পুল বাছাই নিয়ে লঙ্কান এই কোচ বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে লড়াই করতে ক্রিকেটারদের বড় পুল চাই। প্রতিপক্ষের সামর্থ্য ও শক্তির দিক বিবেচনায় রেখেই এই পুল বাছাই করা হবে।’ দলে বিকল্প খেলোয়াড় তৈরি করতেই পুল নিয়ে ভাবছেন এই কোচ। এ নিয়ে বলেন, ‘কখনও দেখবেন না এক দল নিয়ে পড়ে আছি। সব ক্রিকেটারেরই সমানভাবে সুযোগ মিলবে। তবে এটা নিশ্চিত যারা পারফর্ম করবে তারাই দলে থাকতে পারবে। সবসময়ই চেষ্টা থাকবে সেরা কম্বিনেশন দিয়ে যাতে জিততে পারি।’ নিত্য নতুন পরিকল্পনার কারণেই হয়তো ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুইয়ে ও বাংলাদেশের বিপক্ষে শুরুতে হারের পর ঘুরে দাঁড়িয়েছেন সফলভাবে। জিতেছেন সবগুলো সিরিজই। এবার ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ ফর্মে থাকা ভারত ও বাংলাদেশ। দেখা যাক ঘরের মাঠে কি করতে পারে তার দল। এর আগে নতুন কোচ হাতুরাকে পূর্ণ স্বাধীনতাই দেয়া হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কান বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বলেন, বিশ্বের সেরা একজন কোচকে নিয়ে তাকে কাজের স্বাধীনতা না দেয়ার তো প্রশ্নই ওঠে না। আমি কোচ নই, আর বোর্ডের কেউই কোচের কাজ সম্পর্কে হাথুরাসিংহের চেয়ে বেশি ধারণা রাখেন না। আমাদের তাকে স্বাধীনতা দিতে হবে। আমরা বিশ্বাস করি। তবে আমরা এটাই আশা করব, সময়ে সময়ে তিনি আমাদের প্রশ্নের জবাব দেবেন।’ এর মধ্য দিয়ে বিদেশী কোচের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ভাষাগত দূরত্বটা অবশেষে দূর হয়ে যাচ্ছে। ২০০০ সাল থেকে যতজন কোচ শ্রীলঙ্কার দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে কেবল মারভান আতাপাত্তু ছাড়া আর সবাই ছিলেন বিদেশী। সুমাথিপালা আরও বলেন, ‘এটা দলকে বাড়তি সুবিধা দেবে। হাথুরাসিংহের মনোভাব খেলোয়াড়দের জন্য সঠিক হবে। কারণ সব কথার বড় কথা, তিনি একজন শ্রীলঙ্কান। খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগটা ভাল থাকবে, এটা একটা সুবিধা। তাছাড়া হাথুরাসিংহের আধুনিক কোচের যা গুণ থাকা উচিত, সবই আছে।’
×