ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেনিয়া ক্রিকেটে গণপদত্যাগ!

প্রকাশিত: ০৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কেনিয়া ক্রিকেটে  গণপদত্যাগ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাজে পারফর্মেন্সের কারণে কেনিয়া ক্রিকেট দলের অধিনায়ক রাকেপ প্যাটেল, কোচ টমাস ওদোয়ো এবং বোর্ড সভাপতি জ্যাকি জানমোহাম্মেদ পদত্যাগ করেছেন। ক’দিন আগেই নামিবিয়ায় হয়ে গেল ওয়ার্ল্ড ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের খেলা। ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়ে কেনিয়াকে নেমে যেতে হয়েছে তৃতীয় স্তরে- এমনকি টুর্নামেন্টে রান বিবেচনায় সবচেয়ে বড় ব্যবধানের হারটিও কেনিয়ার। সংযুক্ত আরব আমিরাতের কাছে ২১৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে একসময় ক্রিকেটের উদীয়মান সিংহ হিসেবে পরিচিত দলটি। এই ব্যর্থতার দায় নিয়ে আজ পদত্যাগ করেছেন কেনিয়া ক্রিকেট দলের অধিনায়ক রাকেপ প্যাটেল, কোচ ওদোয়ো ও বোর্ড প্রেসিডেন্ট জ্যাকি জানমোহাম্মেদ। ওদোয়া এ অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন নিখুঁতভাবে, নামিবিয়াতে কাটানো এক সপ্তাহ ছিল মানসিকভাবে যন্ত্রণাদায়ক।
×