ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেকর্ড টেসা-মোয়ের জুটির অনন্য কীর্তি

প্রকাশিত: ০৬:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

রেকর্ড টেসা-মোয়ের জুটির অনন্য কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে সোচি অলিম্পিকে স্বর্ণপদক জিততে পারেননি। সেই আক্ষেপে বরফের মঞ্চ ছেড়ে দুই বছর ছিলেন নিভৃতে। সবাই ভেবেছিলেন ক্যারিয়ারের ইতি ঘটেছে তাদের। কারণ ২৮ বছর বয়স টেসা ভার্চুর এবং স্কট মোয়েরের ৩০। স্কেটিংয়ের শুরুটাই হয় কিশোর বয়সে, তাদেরও হয়েছিল। ২০ পেরোলেই বরফের মঞ্চে যে কোন প্রতিযোগীকে ভাবা হয় অভিজ্ঞতায় পরিপূর্ণ এবং ২৫ ছুঁতে না ছুঁতেই ক্যারিয়ারে ইতি টানেন সবাই। কিন্তু সবাইকে চমকে দিয়ে আবার ফিরে গত বিশ্ব আসরে স্বর্ণপদক জয় করেন কানাডার আইস ডান্স জুটি টেসা-মোয়ের। এবার অলিম্পিক স্বর্ণ পদকও পুনরুদ্ধার করলেন দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে চলমান শীতকালীন অলিম্পিকে। ইতিহাসের সবচেয়ে বেশি অলিম্পিক পদক জয়ের রেকর্ড গড়লেন তারা। ১৯৯৭ সালে টেসা-মোয়ের জুটিবদ্ধ হয়েছিলেন। ২০১০ সালের ভ্যানকুভার অলিম্পিকে এই জুটি চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু চার বছর পর ২০১৪ সালের সোচি অলিম্পিকে তারা নিজেদের ট্রেনিং সতীর্থ জুটি মেরিল ডেভিস ও চার্লি হোয়াইটের কাছে হেরে যান। এরপর ২ বছর তারা বরফ থেকে নিজেদের সরিয়ে রাখেন। স্বাভাবিক নিয়মে সবাই ভেবেছিলেন এই জুটি আর ফিরতে পারবে না। কিন্তু কোচ বদলে আগের চেয়েও ভালভাবে ফিরে এসেছেন তারা। গত বছর হেলসিঙ্কিতে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্ব আসরে স্বর্ণপদক জয় করেন ফ্রান্সের গ্যাব্রিয়েলা পাপাডাকিস-গুইলাউম সিজেরন জুটিকে হারিয়ে। এবার তারা অন্তত রৌপ্য পদক জেতার জন্যই নেমেছিলেন। কিন্তু সোমবার শর্ট ডান্স ইভেন্টে বিশ্বরেকর্ড স্কোর গড়ে স্বর্ণপদক জয়ের কাছাকাছি চলে যান। অন্যতম প্রতিদ্বন্দ্বী গ্যাব্রিয়েলা-সিজেরন ছিলেন এই ইভেন্টে অনুজ্জ্বল। মূলত অযাচিত এক দুর্ভাগ্য ভর করাতেই অপ্রতিভ হয়ে পড়ে পিছিয়ে যান ফরাসী জুটি। শর্ট ডান্সের সময় গ্যাব্রিয়েলার পোশাকের ক্লিপ খুলে বক্ষ উন্মুক্ত হয়ে পড়ে এবং স্তন প্রদর্শিত হয়। অথচ তারা ফ্রি ডান্স ও সম্মিলিত ডান্স ইভেন্টে রেকর্ড স্কোর গড়েছিলেন। শর্ট ডান্সের দুর্ভাগ্য তাদের পিছিয়ে দেয় টেসা-মোয়ের জুটির কাছ থেকে। শেষদিনে কানাডিয়ান এ অভিজ্ঞ জুটি ১২২.৪০ পয়েন্ট স্কোর করে। সবমিলিয়ে ২০৬.০৭ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক ছিনিয়ে আনেন তারা। অল্পের জন্য গ্যাব্রিয়েলা-সিজেরন রৌপ্য নিয়েই সন্তুষ্ট হয়েছেন। তাদের পয়েন্ট ছিল ২০৫.২৮। গ্যাব্রিয়েলা-সিজেরন জুটি নিশ্চিতভাবেই সবচেয়ে বড় হুমকি ছিলেন টেসা-মোয়ের জুটির জন্য। কিন্তু এতকিছু ভাবতে গেলে স্বাভাবিক পারফর্মেন্স দেখানো কঠিন হয়ে যেত। এ জন্য জেতার পর ২৮ বছর বয়সী টেসা বলেন, ‘আমরা তাদের ডান্স করাটা দেখিনি। আমরা অনেক বেশি বুঁদ হয়ে ছিলাম নিজেদের পৃথিবীতে। এমনকি আমরা তাদের স্কোর কত সেদিকেও খেয়াল করিনি।’ মোয়ের এ বিষয়ে আরও বলেন, ‘আমরা জানতাম আজ আমরা অত্যন্ত চমৎকার নৈপুণ্য দেখিয়েছি। নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলাম। সমস্ত হৃদয় দিয়ে আমরা স্কেটিং করেছি। গ্যাবি ও গুইলাউম খুবই ভাল জুটি এবং আমরা জানতাম শেষ পর্যন্ত তীব্র লড়াই হবে।’ ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভাই-বোন জুটি মাইয়া ও এ্যালেক্স শিবুতানি। তবে তারা ১৩ পয়েন্ট পিছিয়ে ছিলেন। এর মাধ্যমে অলিম্পিকে রেকর্ড ৫ পদক জিতে এক বিরল কীর্তি গড়েছেন টেসা-মোয়ের জুটি। ২০১০ সালে ভ্যানকুভার অলিম্পিকে স্বর্ণ, ২০১৪ সালে সোচিতে আইস ডান্স ও দলগত ইভেন্টে রৌপ্য এবং এবার পিয়ংচ্যাংয়ে আইস ডান্স ও দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন তারা।
×