ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিসির ভুল সংশোধন

পাকিস্তানই টি২০’র শীর্ষে

প্রকাশিত: ০৬:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানই টি২০’র শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ ভুল তো হতেই পারে। তবে আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) মতো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন ভুল আশা করা যায় না। এটা চরম অপেশাদারিত্ব। যার শিকার স্টিভেন স্মিথের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি২০ সিরিজের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। কিছুক্ষণ পর আইসিসি বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তানকে টপকে এখন এক নম্বর অস্ট্রেলিয়ানরা। কিন্তু দুইদিন না যেতেই জানা গেল, আইসিসি ‘লিখন সংক্রান্ত ভুল’ করায় অসিদের এ উন্নতি, আসলে পাকিস্তানই টি২০’র শীর্ষস্থান ধরে রেখেছে! বৃহস্পতিবার শেষ সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট জানায়- এক সপ্তাহ আগে আইসিসির মুখপাত্র একটি হিসাব পাঠায়, যেখানে বলা আছে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থাকলে অস্ট্রেলিয়া পাকিকস্তানকে টপকে বিশ্বের নতুন এক নম্বর হবে। কিন্তু বুধবার করা হিসাবটি ছিল ভুল! কিছুটা দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছে আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্মকর্তা জানান, প্রাথমিক ওই হিসাব নিকাশকে ‘লিখন সংক্রান্ত ভুল’ বলে স্বীকার করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং দশমিক পয়েন্টের ব্যবধানে পাকিস্তান তাদের এক নম্বর আসনটি ধরে রেখেছে। ভুল সংশোধনের পর আইসিসি বলেছে, ১২৫.৬৫ পয়েন্ট অস্ট্রেলিয়ার। তারা পাকিস্তানের (১২৫.৮৪) চেয়ে ০ (শূন্য) দশমিক ১৯ পয়েন্ট পেছনে। তাই অস্ট্রেলিয়া নয়, পাকিস্তান সবার ওপরে। আইসিসি সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানায়, ‘অস্ট্রেলিয়া ও পাকিস্তান দুই দলই ১২৬ পয়েন্ট পেয়েছে। কিন্তু সূক্ষ্ম হিসাবে দেখা গেছে অস্ট্রেলিয়া পাকিস্তানের চেয়ে শূন্য দশমিক ১৯ পয়েন্ট পেছনে।’ এতে করে ২০১১ সালের পর প্রথমবার ২০ ওভারের ফরমেটে শীর্ষে থাকার আনন্দটা দুইদিনের মাথায়ই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। স্মিথের দল টেস্টে তিন নম্বরে এবং ওয়ানডেতে আছে পাঁচে। অন্যদিকে গত নিউজিল্যান্ড সফরে টেস্ট-ওয়াডেতে ভরাডুবি হলেও টি২০ সাফল্যে শীর্ষে উঠে আসা পাকিস্তানের চেয়ারটা এখন কাঁপছে।
×