ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষটাও রাঙিয়ে দিতে চান কোহলি

প্রকাশিত: ০৬:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

শেষটাও রাঙিয়ে দিতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই হারে টেস্ট সিরিজ (২-১) খোয়ানোর পরই ঘুরে দাঁড়ায় ভারত। ওয়ানডেতে ৫-১এ সাফল্যের পথে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বিরাট কোহলির দল। প্রথম টি২০তেও দাপট অব্যাহত ছিল। কিন্তু সেঞ্চুরিয়নে বাজে আবহাওয়ায় বড় স্কোর (১৮৮/৪) গড়েও ৬ উইকেটে হারতে হয় কোহলিদের। ভারত অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, বোলিংয়ের পুরোটা সময় ঝিরি ঝিরি বৃষ্টি বোলার ও ফিল্ডারদের জন্য কাজটা কঠিন করে দিয়েছিল। শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে আমারা আগেই টি২০ সিরিজ নিশ্চিত করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। প্রতিপক্ষ শক্তিশালী। কেপটাউনে ফয়সালার শেষ ম্যাচে তাই আমাদের শতভাগেরও বেশি দিতে হবে। সবাই জানে, এখানে টানা দুটি সিরিজ জয় (ওয়ানডে-টি২০) কতটা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই করতে চাই।’ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হওয়া টি২০ দিয়ে ভারতীয়দের আলোচিত সফর শেষ হচ্ছে। দাপটের সঙ্গে ওয়ানডে জয়ের গতিটা প্রথম টি২০তেও টেনে এনেছিল ভারত। জোহানেসবার্গে আগে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৩৯ বলে ৭২ রানের ঝড়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে বিরাট কোহলির দল। পরে ভুবনেশ্বর কুমারের বোলিং দাপটে (৫ উইকেট) স্বাগতিক প্রোটিয়ারা থামে ৯ উইকেটে ১৭৫ রানে। আর সেঞ্চুরিয়নের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায় হেনরিখ ক্লাসেন ও জেপি ডুমিনির দারুণ ব্যাটিংয়ে। ক্লাসেনের ৩০ বলে ৬৯ ও ডুমিনির ৪০ বলে অপরাজিত ৬৪ রানের দুটি ঝোড়ো ইনিংসে ভারতের করা ১৮৮ রান প্রোটিয়ারা পেরিয়ে যায় ৬ উইকেট আর ৮ বল হাতে রেখেই। কেপটাউনের এই নিউল্যান্ডসেই টেস্ট দিয়ে শুরু হয়েছিল ভারতের প্রায় দুই মাসের দীর্ঘ সফর। সেই ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এখানেই তৃতীয় ওয়ানডে জিতেছিল ভারত। এবার টি২০ ম্যাচটা কে জিতবে? জবাবের অপেক্ষায় থাকুন। এটা যে কোহলিদের সফরের শেষ ম্যাচ, সিরিজ ফয়সালার অঘোষিত ফাইনালও। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া সুপার কোহলির সামনে থাকছে ব্যক্তিগত অর্জনের হাতছানিও। সফরে এ পর্যন্ত তিন টেস্ট, ছয় ওয়ানডে এবং দুই টি২০ খেলেছেন। টেস্টে একটি এবং ওয়ানডেতে হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি। সবমিলিয়ে এখন পর্যস্ত সফরে রান করেছেন ৮৭১! টি২০তে দ্রুততম ২০০০ রানের মাইলফলক ছুঁতে কোহলিকে আজকের ম্যাচে করতে হবে মাত্র ১৮ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক ছোঁবেন। ৫২ ইনিংসে তার টি২০ রান ১৯৮৩। দ্বিতীয়, আধুনিক ব্যাটিংয়ের বিস্ময় আজ ১০৪ রান করতে পারলে ছাড়িয়ে যাবেন স্যার ডন ব্র্যাডম্যানকে। কিংবদন্তি ব্র্যাডম্যান ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে করেছিলেন ৯৭৪ রান। এক সফরে যা দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৩০ রান করতে পারলে এক সফরে সবচেয়ে বেশি রান করার কীর্তিটাও গড়ে ফেলবেন। কোন এক নির্দিষ্ট সফরে একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজারের বেশি রান করেছেন স্যার ভিভিয়ান রিচার্ডস। ১৯৭৬ সালে ইংল্যান্ড সফরে ১ হাজার ৪৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। ডানহাতি এই ব্যাটসম্যান চার টেস্টে ৮২৯ ও তিন ওয়ানডেতে করেছিলেন ২১৬ রান। কোহলির সামনে অসাধারণ রেকর্ডের হাতছানি। টি২০ ক্রিকেটে সচরাচর বড় সেঞ্চুরি দেখা যায় না। কিন্তু রান-মেশিন কোহলির পক্ষে অসম্ভব কিছুই নয়।
×