ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পার্লামেন্টে ভূত!

প্রকাশিত: ০৫:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

পার্লামেন্টে ভূত!

ভারতের রাজস্থান প্রদেশের পার্লামেন্টে আস্তানা গেড়েছে ভূত। এক কথায় ভয়ে হাড় হিম সংসদ সদস্যদের। বিষয়টি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও জানিয়েছেন তারা। রীতিমতো পুরোহিত ডেকে সেই ভূত তাড়ানোরও পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা। সংসদ সসদ্যদের বিশ্বাস, ভূতের ছায়া রয়েছে রাজস্থান পার্লামেন্টে। সে জন্যই পার্লামেন্টের সর্বাধিক সদস্যের সীমা ২০০ হলেও কখনই তা পূরণ হয় না। কখনও কোন সদস্য পতদ্যাগ করেন, কখনও কেউ জেলে যান অথবা কারও অকালমৃত্যু হয়। মঙ্গলবার বিজেপি বিধায়ক সিং চৌহানের মৃত্যুর পর এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। গত বছর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যান বিজেপি বিধায়ক কৃতী কুমারী। এর আগে খুনের দায়ে জেল হয় বিএসপি বিধায়ক বিএল কুশওয়াহারের। খুন ও ধর্ষণের অভিযোগে কারাবন্দী হন কংগ্রেস বিধায়ক মহীপাল মাদেরনা, মালখান সিং বিষ্ণোই ও বাবু লাল নাগর। শ্মশানের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে রাজস্থান পার্লামেন্ট ভবন। এর ২০০ মিটারের মধ্যে রয়েছে লাল কোঠি মোক্ষধাম নামের শ্মশানটি। এতে ভূতের ভয় আরও বেশি করে পেয়ে বসেছে সংসদ সদস্যদের। -ওয়েবসাইট
×