ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রত্যাবাসন শুরুর দিন ঠিক হয়নি, এখনও আসছে রোহিঙ্গা

প্রকাশিত: ০৫:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রত্যাবাসন শুরুর দিন ঠিক হয়নি, এখনও  আসছে রোহিঙ্গা

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ তুমব্রু সীমান্তের ওপারে জিরো লাইন থেকে সাড়ে ৬ সহস্রাধিক রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তটি যেন হিতে বিপরীত হলো। প্রতিদিন সেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দুই শতাধিক রোহিঙ্গার একটি দল বাংলাদেশে অনুপ্রবেশ করে কুতুপালং ক্যাম্পে অবস্থান নিয়েছে। এসব রোহিঙ্গাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে মিয়ানমারের সেনা সদস্যরা জিরো লাইন সংলগ্ন রোহিঙ্গাদের ঘরবাড়ি ও মসজিদ লক্ষ্য করে ফাঁকা গুলি করছে। পাশাপাশি উগ্র মগ সন্ত্রাসীরা ইট পাটকেলও ছুড়ছে। এছাড়া রোহিঙ্গা মাঝি দিন মোহাম্মদ জানান, মিয়ানমারের ঢেকিবুনিয়ায় বাংলাদেশ-মিয়ানমারের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জিরো লাইন থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। রোহিঙ্গারা রাখাইনে ফিরে না যাওয়ার কারণ হিসেবে বলছে, সেখানে সেনাবাহিনী ও উগ্র মগদের বর্বর আচরণ তারা বন্ধ করছে না। এছাড়া সে রাজ্যে রয়েছে খাদ্য সঙ্কট। এদিকে, শুক্রবার কুতুপালং ক্যাম্পে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে র‌্যাব ১১ বিদেশী নাগরিককে আটক করেছে। তারা কে বা কোত্থেকে এসেছে, রোহিঙ্গা ক্যাম্পে তাদের কাজ কি, তাদের বৈধ কোন পাসপোর্ট আছে কিনা এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×