ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারের উপবন এক্সপ্রেস লাইনচ্যুত, ১৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৫:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

 মৌলভীবাজারের উপবন  এক্সপ্রেস লাইনচ্যুত,  ১৬ ঘণ্টা পর ট্রেন  চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৩ ফেব্রুয়ারি ॥ শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন ট্রেন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বৃহস্পতিবার রাত ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার ১৬ ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টায় ট্রেন যোগাযোগ আবার শুরু হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাত ৪টায় উদ্ধার কাজের জন্য কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। অপরদিকে আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন সকালে এসে উদ্ধার কাজে যোগ দেয়। এদিকে এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ সহস্রাধিক যাত্রী। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে নামিয়ে শায়েস্তাগঞ্জ পৌঁছে দিলে সেখান থেকে প্রাইভেট গাড়ি যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হন বলে জানান, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭৩৯ নং উপবন ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন ট্রেন আটকা পড়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে। অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা জালালাবাদ ট্রেনটি আটকা পড়ে শমসের নগর স্টেশনে। বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাতগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙ্গে লাইনের পয়েন্ট এ্যান্ড ক্রসিংয়ের কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙ্গে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় রেলের বগিগুলো রেল সড়কের পাথরে আটকে যায়। এ সময় রেললাইন দুমড়ে মুছড়ে যায় এবং কাটের স্লিপারগুলো ভেঙ্গে চুরমার হয়ে পড়ে। উপবন ট্রেনের যাত্রী মাও. আব্দুল্লাহ মাহমুদ জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে। এ সময় যাত্রীদের আর্তচিৎকারে এক ভীতিকর পরিস্থিতির অবতারণা হয়। স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের সহযোগিতা করেন। ট্রেনের আরেকযাত্রী জীবনবীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাত একটার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেন লাইনচ্যুত হতে থাকে। এ সময় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে ট্রেন স্বল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।
×