ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে নিরাপত্তাকর্মীকে সাবেক সহকর্মীর ছুরিকাঘাত

প্রকাশিত: ০৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে  নিরাপত্তাকর্মীকে সাবেক  সহকর্মীর  ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালমাটিয়ায় সিকিউরিটিজ কোম্পানির ম্যানেজার আশিক শরীফকে ছুরিকাঘাত করেছে এক নিরাপত্তাকর্মী। এ সময় জনতা নিরাপত্তাকর্মী মোতালেবকে (২২) আটক করে পুলিশে দিয়েছে। আহতের স্বজনরা জানান, সম্প্রতি দায়িত্ব অবহেলার কারণে বিসমিল্লাহ সিকিউরিটিজ কোম্পানি থেকে চাকরি চলে যায় মোতালেবের। এ নিয়ে মোতালেব ওই সিকিউরিটিজ কোম্পানির ম্যানেজার আশিকের ওপর ক্ষুব্ধ ছিল। এরই জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোতালেব ওই সিকিউরিটি কোম্পানির অফিসে ঢুকে ম্যানেজার শরীফের পেটের দু’পাশে ও হাতে ছুরিকাঘাত করে। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত ছুরি হাতে সাবেক নিরাপত্তাকর্মী মোতালেবকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে জনতার কবল থেকে মোতালেবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত ম্যানেজার আশিক শরীফকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×