ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ম আন্তঃবিদ্যালয় বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

৭ম আন্তঃবিদ্যালয় বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

২২ ফেব্রুয়ারি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ৭ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দেশীয় কৃষ্টি, সংস্কৃতি, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে এই প্রজন্মকে উদ্দীপ্ত করেছেন নিজের দেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যেতে। আমাদের ৫২’র ভাষা আন্দোলন এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস এ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সামনে তুলে ধরতে বাংলা অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি বাংলা অলিম্পিয়াডের সাফল্য কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোঃ হারুনুর রশিদ আসকারী, ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন, এ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে নিজের দেশের প্রতি ভালবাসা আর দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ দেখে। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ছেলেমেয়েরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও সম্মানিত অতিথি বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রথম স্থান অধিকারী ছেলেমেয়েরা তাদের সুন্দর উপস্থাপনা দিয়ে অনুষ্ঠানের শোভা বর্ধন করে। দেশীয় নৃত্য, শ্রুতিমধুর দেশের গান এবং মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি ছিল মঞ্চের প্রধান আকর্ষণ। এ রকম মহতী পদক্ষেপ নেয়ার জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে এ উদ্যোগ ছাত্রছাত্রীদের মনে অনুপ্রেরণা যোগাবে এবং আরও বেশি করে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হলে তারা আরও বেশি অংশগ্রহণে উৎসাহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের এ সৃজনশীল উদ্যোগ প্রশংসিত হয়েছে। -বিজ্ঞপ্তি
×