ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক ধরিয়ে দেয়ায় অপহরণ ॥ একদিন পর উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মাদক ধরিয়ে দেয়ায়  অপহরণ ॥ একদিন  পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি ॥ চৌদ্দগ্রামে ফেনসিডিল ভর্তি একটি পিকআপ ভ্যান পুলিশকে ধরিয়ে দেয়ায় মাজেদ মিয়া নামের এক ব্যক্তিকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চোরাকারবারিরা। এ ঘটনার একদিন পর পুলিশ শুক্রবার অপহৃত মাজেদ মিয়াকে কুমিল্লা শহর থেকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের আনোয়ার হোসেন নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করে। জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগ-া এলাকা থেকে গত বুধবার রাতে পুলিশ ৯৭০ বোতল ফেনডিসিল ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার আমানগ-া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আনোয়ার হোসেন, তার ভাই বেলাল হোসেন (৩৫) ও জেলার আদর্শ সদর উপজেলার সাওয়ালপুর গ্রামের হানিফ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। এদিকে পুলিশকে মাদকসহ পিকআপ ভ্যান ধরিয়ে দেয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার আমানগ-া গ্রামের মতিউর রহমান তনুর ছেলে মাজেদ মিয়াকে ওই গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যায় চোরাকারবারিরা। পরে তারা মাজেদ মিয়ার বোন তাহমিনার নিকট মোবাইল ফোনে আটককৃত মাদক ও পিকআপ ভ্যানের মূল্য বাবদ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার অপহৃত মাজেদ মিয়াকে কুমিল্লা শহর থেকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের আনোয়ার হোসেন নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। আউশ আবাদে
×