ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের গ্রামে অবস্থান করতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের গ্রামে অবস্থান করতে হবে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ ফেব্রুয়ারি ॥ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, এ বছরের মধ্যে দেশে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। তবে সরকারের যে লক্ষ্য গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, সে লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের গ্রামে অবস্থান করতে হবে। তিনি বলেন, গ্রামের অবস্থা এখন আর তেমন নাই। বর্তমানে গ্রামে বিদ্যুত, জ¦ালানিসহ শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন আর তাদের গ্রামে থাকতে কোন অসুবিধা নাই। কাজেই তাদের শহরমুখী না হয়ে গ্রামমুখী হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর পতœীতলা উপজেলার ঘোষনগর ও আকবর ইউনিয়নের জন্য নবনির্মিত ১০শয্যা বিশিষ্ট পৃথক দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। উপজেলার খিরশিন গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার কল্যাণ অধিদফতরের মহা-পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ডাঃ কাজি মোস্তফা সারোয়ার। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার এমপি, মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক সরকারের যুগ্ম-সচিব মলয় কুমার রায়, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠা-ু, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন এবং ঘোষনগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশে স্বাস্থ্য সেবা, নিরাপদ মাতৃত্ব সেবা, শিশু স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে সন্তান প্রসবকালে একটি মাও যেন মৃত্যুবরণ না করে, অনাগত সন্তান যেন নিরাপদে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে সেই লক্ষ্যে সরকার প্রতিটি ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ অব্যাহত রেখেছেন। পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে খিরশিন এবং আকবরপুর ইউনিয়নের মধইল নামকস্থানে এ দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রতিটির জন্য ৪ কোটি ১৬ লাখ টাকা করে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৩২ লাখ টাকা।
×