ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাষা আন্দোলন ছিল স্বাধিকার আন্দোলনের সোপান জাপার আলোচনা

প্রকাশিত: ০৪:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ভাষা আন্দোলন  ছিল স্বাধিকার আন্দোলনের সোপান জাপার আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ ’৫২-এর ভাষা আন্দোলন ছিল স্বাধিকার আন্দোলনের সোপান উল্লেখ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা বলেছেন, মাতৃভাষা দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক ভাষায় স্থান পেয়েছে; যা বিশ্ব দরবারে আমাদের ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। তারা বলেন, বাংলা ভাষার সবচেয়ে বড় অর্জন হলো- এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তাই গোটা পৃথিবীর মানুষ মাতৃভাষাকে এখন গুরুত্বের সঙ্গে দেখে। দাবি উঠেছে জাতিসংঘেও বাংলা ভাষা চর্চার। আমরাও দাবি জানাই যেন জাতিসংঘের দাফতরিক কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা হয়। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বলেন, ওরা আমার মায়ের ভাষা কাইড়া নিতে চায়। কিন্তু পারেনি। জীবন দিয়ে নিজের ভাষা টিকিয়ে রেখে গেছেন সংগ্রামী মানুষরা। তিনি বলেন, একুশের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এরশাদ কি কি করেছেন- শহীদ মিনারকে নক্সা অনুযায়ী পুনঃসংস্কার করেছেন, বাংলা ভাষায় সাইনবোর্ড, তারিখ বাধ্যতামূলক করেছেন। এরশাদের আমলের বিভিন্ন উন্নয়নমূলক কর্তকা-ের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে তিনটি হল- বঙ্গবন্ধু হল, জিয়াউর রহমান হল, কুয়েত মৈত্রী হল করেছেন, ছাত্রছাত্রীর যাতায়াতের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ে ১০টি বাস উপহার দিয়েছেন।
×