ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বাসযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৪:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

 বিশ্বাসযোগ্য নির্বাচন  প্রধানমন্ত্রীর জন্য  বড় চ্যালেঞ্জ ॥  বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বাসযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করে চারদলীয় জোট সরকারের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুবই কঠিন। গণতন্ত্রের জন্য বিশ্বাসযোগ্য নির্বাচন জরুরী বলেও মনে করেন বিএনপির অন্যতম এই প্রতিষ্ঠাতা সদস্য। কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী বলেন, দেশে আজ নির্বাচনের কথা উঠেছে। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন এবং জাতীয় সংসদ এ দুটিই আগামীতে প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনী আবহাওয়ায় আমরা দেখি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় আড়াই কোটি টাকার একটি মামলায় জেল দেয়া হয়েছে। এ মামলায় যে রায় দেয়া হয়েছে সে বিষয়ে আমি কিছু বলব না, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে এটি সত্য যে, আদালত যদি নির্দেশনা দিতেন একটি ট্রাস্ট গঠন করে সুদ সমেত পুরো টাকাটাই তাতে ব্যয় করা হোক এতে আমি সন্তুষ্ট হতাম। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে কিন্তু হিংসার রাজনীতি গ্রহণযোগ্য নয়। সভায় বক্তব্য রাখেন, দলের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, মঞ্জুর মোরশেদ, যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ অহিদউদ্দিন, ওয়াসিমুল ইসলাম, জানে আলম হাওলাদার, আসাদুজ্জামান বাচ্চু, মোঃ শাহ আলম, রাকিব হাসনাত ও জান্নাতুল ফেরদৌস।
×