ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী রিয়াজ যেতে চায় মায়ের কাছে

প্রকাশিত: ০৪:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রতিবন্ধী রিয়াজ  যেতে চায়  মায়ের কাছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ ফেব্রুয়ারি ॥ মানসিক প্রতিবন্ধী যুবক রিয়াজকে (১৮) নিয়ে এখন আশ্রয়ধাত্রী খাদিজা বেগম বিপাকে পড়েছেন। প্রায় দেড়মাস আগে উপজেলার মৎস্যবন্দর আলীপুরে পায় খাদিজা বেগম। এতদিন মাতৃত্বের ছায়ায় এই মা আগলে রাখলেও তিন দিন ধরে জন্মধাত্রী মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে রিয়াজ। প্রায় দেড় মাস আগে কীভাবে মহিপুরে আসল রিয়াজ তা জানেন না খাদিজা বেগম। বাবা-মা, ভাই-বোনসহ অনেক নিকটজনের নাম বলতে পারলেও কোথায় রিয়াজের বাড়ি তা বলতে পারছে না। ঠিকানা শুধু ‘কলাতলা’ বলে জানায় রিয়াজ। মা’সহ স্বজনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে রিয়াজকে নিয়ে আসেন খাদিজা বেগম। তিনি জানান, একদিন দুপুর বেলা রিয়াজ আলীপুর ফেরিঘাটের মায়ের দোয়া খাবার হোটেলের সামনে এসে অপ্রকৃতস্থ অবস্থায় বলতে থাকে, ‘আমারে ভাত দে, আমারে ভাত দে।’ তখন হোটেল মালিক তার বোনের ছেলে সরোয়ার জমাদ্দার দুপুরের রিয়াজকে খাবার দেয়। খাওয়ার পর রিয়াজ সন্ধ্যায় বলে আমি থাকমু, আমি থাকমু। কোন উপায় না পেয়ে সরোয়ার জমাদ্দার রিয়াজকে তার কাছে রাতে দিয়ে আসে। সেই থেকে মানসিক প্রতিবন্ধী রিয়াজকে আশ্রয় দেয়। সন্তানের মতো আগলে আদর-যতœ দিয়ে আগলে রাখে। কিন্তু বৃহস্পতিবার থেকে রিয়াজ তার প্রকৃত মায়ের কাছে যেতে চায়। খাদিজা জানান, আমার স্বামী জসিম শিকদার, ছেলে কাশেম শিকদার, শিল্পি ও শিমু। সকলকে বিয়ে দিয়েছেন।
×