ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ড্রইং জলরং প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ড্রইং জলরং প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, রংপুর,২৩ ফেব্রুয়ারি ॥ রংপুর চারুকলা একাডেমির আয়োজনে ‘পাঁচ দিনব্যাপী ড্রইং ও জলরং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ। বিশষ্ট প্রশিক্ষক এহসান আহম্মেদর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মফিজুল ইসলাম মান্টু, বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক শাহ আলম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজ্জাক মুরদ, আর কে ডি স্কুল এ্যান্ড কলেজ চেয়ারম্যান নুরুল আমিন জুয়েল, বিশিষ্ট নৃত্যশিল্পী শামিমা জামান প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের রংপুর চারুকলা একাডেমির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ পারভেজ, এনামাজ জাহিদ । প্রশিক্ষণ কর্মশালায় ২৬ জন অংশগ্রহণ করেন।
×