ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামিনে মুক্ত আসামিকে তুলে নিয়ে গেল ডিবি

প্রকাশিত: ০৪:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

জামিনে মুক্ত আসামিকে তুলে নিয়ে গেল ডিবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কারাগার থেকে জামিনে মুক্ত বেলায়েত মাতুব্বর নামের এক ব্যক্তিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক মোকতার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজনদের উপস্থিতিতে তাকে তুলে নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনজীবী মোকতার হোসেন জানান, আদালত বেলায়েত মাতুব্বরের জামিন আদেশ দেয়ার পর তাকে সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। ওই সময় সাদা পোশাকে কারাগার কম্পাউন্ডে অবস্থানরত জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বেলায়েতকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এ সময় আটকের কারণ জানতে চাইলে ডিবির এক কর্মকর্তা বলেন, বেলায়েতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে কারণে জিজ্ঞাসাবাদের নির্দেশ রয়েছে। পরবর্তীতে সেখান থেকে বেলায়েতকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভেতরের একটি কক্ষে আটকে রাখা হয়। ওই সময় আইনজীবী ও বেলায়েতের স্বজনরা গিয়ে তাকে (বেলায়েত) একটি কক্ষে আটক অবস্থায় দেখতে পান। কিন্তু কি কারণে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কোন তথ্য দেয়নি পুলিশ। বেলায়েতের স্বজনরা জানান, একটি মাদক মামলায় কারাভোগ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেলায়েত জামিনে মুক্ত হয়। এছাড়া তার বিরুদ্ধে কোন মামলা নেই। তারা অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইয়াবা ডিলার গৌরনদীর কটকস্থল গ্রামের হিরা মাঝির সঙ্গে বিরোধের জেরধরে বেলায়েতকে ইয়াবার নাটক সাজিয়ে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছিল। এবারও মোটা অংকের টাকার বিনিময়ে হিরা মাঝি ডিবি পুলিশের কতিপয় কর্মকর্তার সঙ্গে আতাত করে বেলায়েতকে আটক করিয়েছে।
×