ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প শুনল শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প শুনল শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৩ ফেব্রুয়ারি ॥ আজ শুক্রবার মাগুরায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প শুনল এক হাজার শিক্ষার্থী। সামনে ভেসে উঠল মুক্তিযুদ্ধর স্মৃতি। শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে মুক্তিযোদ্ধারা তার উত্তর দেন। জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেকটরেট বিজয় চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার মঞ্চে বেলা ১১টায় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকসানা রহমান। এরপর মুক্তিযুদ্ধের গল্প বলেন, বীর মুক্তিযোদ্ধা লে. কমান্ডার (অব) মোঃ জালালউদ্দিন বীর উত্তম, যুদ্ধকালীন কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার-১ এসএম আব্দুর রহমান ও শ্রীপুর বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বদরুল আলম। তারা মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেন।
×