ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিন শেষ ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ষড়যন্ত্র করে ক্ষমতায়  আসার দিন শেষ ॥ শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ ক্যু করে বা প্রসাদ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিন বিএনপিকে ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে অবশ্যই নির্বাচনে আসতে হবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তা নির্ভর করে জনগণের উপর। তবে, সরকার আশা করে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে তাদের জনপ্রিয়তা প্রমাণ করবে। শুক্রবার বিকেলে মাদারীপুর পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন। শাজাহান খান আরও বলেন, যে দল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল তারা কখনই গণতন্ত্র বিশ^াস করে না। কিন্তু আওয়ামী লীগ জনগণের উপর ভিত্তি করেই ক্ষমতায় এসেছে, তাদের উপর ভিত্তি করেই রাজনীতি করে। এই আওয়ামী লীগেরই অধীনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ একটি পুরনো দল, এর গ্রহণযোগ্যতা এখন জনগণের কাছে ব্যাপক রয়েছে। সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার অধীনে একটি মন্ত্রিসভা থাকবে এবং নির্বাচন পরিচলনা করবে নির্বাচন কমিশন। প্রতি ৫ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী আগামী ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন তফসিল ঘোষণার পরেই আইনশৃঙ্খলাসহ নির্বাচন সংক্রান্ত সব বিষয় ও সরকারী দফতর দেখাশোনা করবে নির্বাচন কমিশন।
×