ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজাদপুরের খুকনী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ০৪:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

শাহজাদপুরের খুকনী  উচ্চ বিদ্যালয়ের  সুবর্ণজয়ন্তী

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দিয়ে শুক্রবার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ ম-ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা ও খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া। সভায় সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খাঁন। আরও বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী এবাদুর রহমান, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য শাহজাহান আলী, উদযাপন কমিটির প্রধান সম্বনয়কারী অধ্যাপক আবু হানিফ, বিশিষ্ট চিত্রপরিচালক দেওয়ান নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্ররা স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন এমপি ওই বিদ্যালয়ে আড়াই কোটি ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোব জনকণ্ঠের নির্বাহী পরিচালক ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম। . নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ, থেকে জানান, শুক্রবার জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের নবীন-প্রবীণ অন্তত চার হাজার শিক্ষার্থী শহরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
×