ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহাবউদ্দিন মাহমুদ

সমৃদ্ধির নতুন দিগন্তে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সমৃদ্ধির নতুন দিগন্তে বাংলাদেশ

বাঙালীর হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো মহান মুক্তিযুদ্ধ। একাত্তরের ১৬ ডিসেম্বর পাক হানাদারবাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া বাংলাদেশ, জন্মের পর ৪৭ বছরে পদার্পণ করা রাষ্ট্রটি অনেকটা অপরিপূর্ণ। এ বয়সেই নানামুখী সমস্যা-সঙ্কটে পড়তে হয়েছে বাংলাদেশ নামের রাষ্ট্রকে। স্বাধীনতার ৪৬ বছরে জাতির অনেক আশা পূর্ণ হয়নি। তবে অর্জনও কম নয়। নানা রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগে হতোদ্যম না হয়ে জাতি তার অন্তর্নিহিত সাহস ও শক্তিতে এগিয়ে গেছে বহুদূর। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উক্তি ‘তলাবিহীন ঝুড়ি’র বাংলাদেশ আজ তার স্বমহিমায় এতটাই এগিয়ে গিয়েছে যে, বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বিনিয়োগ সম্পর্ক স্থাপনের নিরন্তর প্রস্তাব আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির নতুন দিগন্তে। আন্তর্জাতিক পরিম-লে গ্রহণযোগ্যতা কিংবা ভবিষ্যৎ সম্ভাবনার খাতায় বাংলাদেশের নাম এখন অনেক ওপরে।
×