ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরণ সাহিত্য আসরের পূর্ব মেদিনীপুর শাখা গঠিত

প্রকাশিত: ০৪:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

উত্তরণ সাহিত্য আসরের পূর্ব মেদিনীপুর শাখা গঠিত

সংস্কৃতি ডেস্ক ॥ ‘লেখকের লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার’ সেøাগানে ২০০৮ সালে পাবনায় ‘উত্তরণ সাহিত্য আসর’ কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বর্ষপূতিতে দেশের বিভিন্ন জেলার লেখকের অংশগ্রহণে সম্মেলনের আয়োজন করা হয়। সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম সাহিত্য সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ‘উত্তরণ সাহিত্য আসর’। সাহিত্য চর্চা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশের ১৬টি জেলায় উত্তরণ সাহিত্য আসরের শাখা গঠন করা হয়। পাশাপাশি উত্তরণ দুইবাংলা লেখক সম্মেলন, বৃহত্তর পাবনার গীতিকবি রজনীকান্ত সেনের ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী চৈতি মজুমদার, রতœা বসু, খ্যাতনামা সাহিত্যিক হাসমত জালালসহ দেশের অন্যান্য জেলার কবি সাহিত্যিকরা অংশ নেন। এবার দেশের গ-ি পেরিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে উত্তরণ সাহিত্য আসরের ‘পূর্ব মেদিনীপুর ভারত শাখা’ গঠন করা হয়েছে। শাখার সভাপতি কাঞ্চন কুমার ভৌমিক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সুকেশ কুমার ম-লকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক চন্দনা ঘাটি, অর্থ সম্পাদক সরোজ পরিয়া, সাহিত্য সম্পাদক তাপস ভৌমিক, সংস্কৃতি সম্পাদক আগমনি ভোমিক, প্রচার সম্পাদক মোজাহিদুর রহমান খান, দফতর সম্পাদক ওসিউর রহমান খান, মহিলা সম্পাদক সুমনা প্রামাণিক এবং আন্তর্জাতিক সম্পাদক মনোনীত করা হয়েছে অধ্যাপক গোবিন্দ প্রসাদ করকে। শাখা কমিটি গত ১৮ ফেব্রুয়ারি অনুমোদন করেন উত্তরণের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকবি আলমগীর কবীর হৃদয় ও সাধারণ সম্পাদক পলাশ আব্দুল্লাহ। অনুমোদনের সময় শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
×