ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিফায়েত উল্লাহ মুকুলের গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৪:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সিফায়েত উল্লাহ মুকুলের গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ নিজের অডিও এ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে গান গেয়ে উপস্থিত শ্রোতা দর্শকদের মুগ্ধ করলেন প্রতিভাবান শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল। রাজধানীর লালমাটিয়ার বেঙ্গল বই প্রাঙ্গণে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সারওয়ার আলী। ‘মোদের গরব মোদের আশা’এ্যালবামে অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গান গেয়েছে শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল। এ্যালবামের মোড়ক উন্মোচন শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল অতুলপ্রসাদ সেন রচিত ‘মোদের গরব মোদের আশা’ গানের মাধ্যমে শিল্পী অনুষ্ঠান শুরু করেন। এরপর গেয়ে শোনান রজনীকান্ত সেনের ‘সখিরে মরম পরশে তারি গান’। অনুষ্ঠানে গীত ১১ খানা গানের মধ্যে তিনি একে একে শোনান রজনীকান্ত সেন রচিত গান ‘শুনাও তোমার অমৃতবাণী’, পরপর অতুলপ্রসাদ সেনের দুটি গান ‘মম মনের বিজনে’ এবং ‘কে গো গাহিলে পথে’, দ্বিজেন্দ্রলাল রায়ের গান ‘বেলা ব’য়ে যায়’, রজনীকান্ত সেন রচিত, ‘ধীরে ধীরে মোরে, টেনে লহ’, অতুলপ্রসাদ সেনের ‘মোরা নাচি ফুলে ফুলে’, রজনীকান্ত সেনের গান ‘প্রেমে জল হয়ে যাও গলে’ এবং শেষে দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি গান ‘আজি গাও মহাগীত’ এবং ‘আজি তোমার কাছে’। অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় স্বরুপ হোসেন, হারমোনিয়ামে বিক্রম, কী-বোর্ডে রুপতনু রুপু, বাঁশিতে কামরুল আহমেদ এবং এসরাজে অসিত বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এ্যালবাম প্রসঙ্গে সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুন বলেন বাংলা কাব্যসঙ্গীতে বাণী আর সুরের যৌথসাধনা এক সময়ে সোনার ফসল ফলিয়েছে। আমাদের দেশে রবীন্দ্রনাথ আর নজরুলের গান পরিচর্যা আর সমাদর পেলেও দ্বিজেন্দ্রলাল-রজনীকান্ত-অতুলপ্রসাদের সৃষ্টি সে রকম চর্চিত এবং প্রচারিত হয়নি। এর কারণ, অতীতের সরকারী বিরূপতা। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরে এই তিন কবির সবধরণের গানের প্রতি আমাদের মনোযোগ বেড়েছে। মনে রাখতে হবে, একুশের ভাষা আন্দোলনের কাল থেকে অতুলপ্রসাদ সেনের ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলাভাষা’ এদেশের বাঙালীর প্রাণের গান হয়ে ওঠে। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন-ধান্য-পুষ্প ভরা’ ও দেশপ্রেমের প্রিয় বাণী হয়ে উঠেছিল। রজনীকান্ত সেনের ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ মাথায় তুলে নেয়ার আবেদনও হয়েছিল আমাদের মুক্তিসাধনার অন্যতম গান। নবীন শিল্পী সিফায়েত উল্লাহ মুকুলের ‘মোদের গরব মোদের আশা’ এ্যালবামে দ্বিজেন্দ্র-রজনী-অতুলপ্রসাদের নানান স্বাদের গান উপস্থাপন করেছেন। মাতৃভাষাপ্রীতি, আধ্যাত্মিক অনুভব আর প্রেমের গানের সমাহার রয়েছে তার সঙ্কলনে। সিডি প্রকাশের দায়িত্ব নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন শিল্পীর ঐতিহ্যসাধনায় উৎসাহ দানের সঙ্গে সঙ্গে সঙ্গীত রসিকজনের আনন্দ আস্বাদনের সুযোগ করে দিয়েছেন। তাদের ধন্যবাদ জানাই। সিফায়েত উল্লাহর গান সাদরে গৃহীত হবে বলেই আমার বিশ্বাস। শিল্পী সিফায়েত উল্লাহ মুকুল পেশায় উন্নয়ন কর্মী হলেও মননে একনিষ্ঠ সংস্কৃতিকর্মী। শিক্ষার্থী অবস্থায় তিনি বিশিষ্ট সঙ্গীতগুরুদের সান্নিধ্য পেয়েছেন, তাদের মধ্যে মৃদুলকান্তি চক্রবর্তী, সেলিনা মালেক চৌধুরী, অপালা নভেদ, মিতা হক, লাইসা আহমদ অন্যতম। ছায়ানটের সঙ্গীতবিদ্যায়তনের সনদ পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। বর্তমানে সঙ্গীতশিক্ষক ও সংগঠক হিসাবে ছায়ানট এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মীলন পরিষদের কর্মকা-ের সঙ্গে যুক্ত আছেন। বাঙালী সংস্কৃতি ও মূলধারার সঙ্গীতপ্রসারে নিরলসভাবে কাজ করছেন। রবীন্দ্রনাথ ও তিন কবির গানের চর্চায় নিজেকে ব্যাপত রেখেছেন। ‘জাহেদুর রহমান স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতায় একাধিকবার প্রথম মান পেয়েছেন। সুরের ধারা প্রকাশিত শ্রুতি গীতবিতানে গেয়েছেন। দেশ-বিদেশের নানা মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছেন।
×