ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলিক কমিউনিকেশন ‘গুণীজন সম্মাননা-২০১৮’ পেলেন কবি রশিদ হারুন

প্রকাশিত: ০৪:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মৌলিক কমিউনিকেশন ‘গুণীজন সম্মাননা-২০১৮’ পেলেন কবি রশিদ হারুন

স্টাফ রিপোর্টার ॥ ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজনের প্রথম পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডের দীপনতলা মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও নাট্যজন সোহেল আহমেদ খানের একক আবৃত্তি সন্ধ্যা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘মৌলিক কমিউনিকেশন গুণীজন সম্মাননা-২০১৮’ পেয়েছেন বিশিষ্ট কবি ও সমাজসেবক জিএম হারুন রশিদ (রশিদ হারুন)। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত কবি রশিদ হারুনকে ফুলেল শুভেচ্ছা জানান সুরাইয়া জান্নাত সৃষ্টি, উত্তরীয় পরিয়ে দেন সাজু আহমেদ এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশেষ অতিথি মামুনুর রশিদ মামুন। এ উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলিক পরিবারের অন্যতম উপদেষ্টা, সামাজিক-সাংস্কৃতিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী জাতীয় সংগঠন ‘উন্নয়ন ধারা’র সভাপতিম-লীর সদস্য মামুনুর রশিদ মামুন। মৌলিক কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কাজি নাসির মামুন, কবি মাহবুব রহমান, কবি ফয়সাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলিক কমিউনিকেশনের নির্বাহী সদস্য ও ঢাকা মৌলিক নাট্যদলের সহসভাপতি অলি উল্লাহ অলি। প্রাণবন্ত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌলিক কমিউনিকেশনের সদস্য তুষার খান ও কানিজ ফাতেমা। গুণীজন সম্মাননা প্রদান এবং অতিথিদের আলোচনার ফাঁকে ফাঁকে সোহেল আহমেদ খান তার পছন্দের কবিদের কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে ছিল আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোন এক মাকে’ এবং কবি মাহবুবুল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।’ আরও ছিল, কবি রশিদ হারুন, কাজী নাসির মামুন, মাহবুব রহমান। সব মিলে সোহেল আহমেদ খান ২০টির মতো কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। প্রসঙ্গত. নাট্য সংস্কৃতি চর্চার পাশাপাশি অপেক্ষাকৃত প্রচারবিমুখ প্রতিভাকে তুলে আনা এবং এর প্রচার ও প্রসারে কাজ করছে মৌলিক পরিবারের অন্যতম প্রতিষ্ঠান মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন। ঢাকা শহরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শিল্প ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানটি ছিল তারই প্রথম প্রয়াস। আগামীতে এ ধরনের আরও কিছু অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আগামী ১৯ প্রতিষ্ঠানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
×