ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিবাহবহির্ভূত সম্পর্ক

পদত্যাগ করলেন অস্ট্রেলীয় উপপ্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

পদত্যাগ করলেন  অস্ট্রেলীয়  উপপ্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস (৫০) শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সাবেক এক কর্মচারী ভিকি ক্যাম্পিওনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তীব্র চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। পাশাপাশি তিনি জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টির শীর্ষ পদ থেকেও সোমবার অব্যহতি নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।- খবর এএফপি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার রাজনীতিতে আলোচিত জয়েসের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সমালোচনার মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণাটি আসল। উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। নিজের সাবেক গণমাধ্যম সেক্রেটারি ভিকির সঙ্গে জয়েসের সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ সরগরম অস্ট্রেলীয় রাজনীতি। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে ন্যাশনাল পার্টির এ শীর্ষ নেতা মন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন বলে বিরোধীদের ভাষ্য। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও উপপ্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। মন্ত্রিরা যেন তাদের কর্মচারীদের সঙ্গে যৌন সম্পর্কে না জড়ান সে বিষয়েও তিনি তাদের সতর্ক করেন। ইতোমধ্যে শুক্রবার নিজের পার্লামেন্টারি আসন সিডনির উত্তর-পূর্বাঞ্চলীয় মফস্বল শহর আর্মিডেলে এক সংবাদ সম্মেলনে জয়েস তার পদ ছাড়ার ঘোষণাকে ‘সার্কিট ব্রেকার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, শ্রুতিকটু এ বিষয়টিকে একপাশে সরিয়ে রাখা উচিত। পার্লামেন্টের আসন ধরে রেখে জয়েস মাত্র এক আসনে সংখ্যাগরিষ্ঠ বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছেন বলে ধারণা পর্যবেক্ষকদের। ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারী জয়েস ২৪ বছর ধরে বিবাহিত। তার চারটি মেয়ে রয়েছে। তিনি পারিবারিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য প্রচারও চালিয়ে আসছেন। এর মধ্যেই তার সাবেক গণমাধ্যম সেক্রেটারি ভিকি ক্যাম্পিওনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানা যায়।
×