ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গৌতায় সিরীয় ও রুশ বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে

হাসপাতালে পরিকল্পিত হামলা

প্রকাশিত: ০৪:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

হাসপাতালে পরিকল্পিত হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব উপকণ্ঠে পূর্ব গৌতায় চিকিৎসা ভেঙ্গে পড়েছে। পরিকল্পিত উপায়ে সেখানে মানবিক সঙ্কট তৈরি করা হয়েছে বলে ত্রাণকর্মীরা মনে করে। টানা পাঁচ বিমান হামলায় ২২টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪শ’য়ের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।- গার্ডিয়ান ও ইয়াহু নিউজ অবরুদ্ধ ও আহত লোকজনের কাছে জরুরী ত্রাণ পৌঁছানোর সুযোগ দিতে ৩০দিনের অস্ত্রবিরতির একটি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ভোটগ্রহণের কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার এই ভোটগ্রহণের কথা থাকলেও রাশিয়ার আপত্তির খসড়া প্রস্তাবে পরিবর্তন আনায় ভোটগ্রহণ একদিন পিছিয়ে যায়। প্রস্তাবে জরুরী ত্রাণ সরবরাহ পৌঁছানোর জন্য ৩০দিনের অস্ত্রবিরতি এবং বেসামরিক লোকজনকে ওই এলাকা থেকে বের করে নিয়ে আসার কথা বলা হয়েছে। কুয়েত ও সুইডেন এ খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেছে। এ দিকে, খসড়া এ প্রস্তাব ঠেকাতে রাশিয়া তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করবে কী না সে ব্যাপারে কিছু জানা যায়নি। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল গৌতায় সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস আহ্বান জানানোর পর ভোটাভুটির এ আবেদন জানানো হয়। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতায় সহিংসতা ছড়িয়ে পড়ায় তিনি গভীরভাবে শঙ্কিত। সেখানে টানা দ্বিতীয় দিনের মতো সরকারী বাহিনীর বিমান হামলায় শতাধিক লোক নিহত হওয়ার পর তিনি এ শঙ্কা প্রকাশ করলেন। সরকারী বাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা শুরুর পর পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হতে চলেছে। হাসপাতালগুলোও এই আক্রমণ থেকে বাদ যাচ্ছে না। গৌতা থেকে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, ২২টি হাসপাতাল বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র তিনটি হাসপাতাল এখন পুরোপুরি চালু আছে। সাহায্য সংস্থা মেডেসিন স্যঁ ফ্রন্টিয়ারের কর্মীরা জানিয়েছেন সিরীয় ও রুশ বাহিনীর প্রথম তিনদিনের বিমান হামলায় সেখানে ১৩টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক এলাকাটি লক্ষ্য করে দুই সেনাবাহিনীর হামলা এখনও অব্যাহত আছে। এতে বেসামিরক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানকার বেসামরিক লোকজনের দুর্দশা চরমে পৌঁছেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ‘মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই, তারা টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু অবরোধের কারণে সৃষ্ট ক্ষুধা তাদের আরও দুর্বল করে ফেলছে,’ ইউনিয়ন অব মেডিক্যাল কেয়ার এ্যান্ড রিলিফ অর্গানাইজেশনকে এমনটাই বলেন স্থানীয় এক চিকিৎসক। জাতিসংঘের এক মুখপাত্র সোম ও মঙ্গলবার পূর্ব গৌতায় সরকারী বাহিনীর হামলায় অন্তত ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটসের আন্তর্জাতিক নীতি বিষয়ক পরিচালক সুজানা সারকিন বলেন, ‘পরিস্থিতি অবর্ণনীয়। বেসামরিক লোকজন যেভাবে দুর্ভোগের শিকার হয়েছে তা পূর্ব পরিকল্পিত এবং সময় নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে। সাধারণ লোকদের অবরুদ্ধ রেখে তাদের অবস্থান টার্গেট করে হামলা চালানোর কাজটি সিরিয়ার শাসক বাশার আল আসাদ ও পৃষ্ঠপোষকরা এর আগে আলেপ্পোতে করেছে। ওই সংস্থার আরেকজন কর্মকর্তা বলছেন, ‘আমরা এটি প্রত্যক্ষ করেছি, আমাদের কাছে এ বিষয়ে প্রমাণও আছে যে, সিরিয়ার সরকারী বাহিনী চিকিৎসা কেন্দ্রগুলো টার্গেট করে রকেট হামলা চালিয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, বেসামরিক অন্যান্য এলাকায় সরকারী বাহিনী এলোপাতাড়িভাবে হামলা চালালেও তারা হাসপাতাল ও মেডিক্যাল পয়েন্টগুলো টার্গেট করে নির্দিষ্টভাবে হামলা করেছে। গৌতার স্থানীয় ডাক্তার আবু বকরও বলেছেন, ‘আমদের সরাসরি টার্গেট করা হামলা চালান হচ্ছে। এ ধরনের অমানবিক পরিস্থিতির জন্য আমরা তৈরি ছিলাম না।’ পাঁচ দিনের হামলায় ৪০৩জন নিহত ও ২ হাজার ১১৬জন আহত হওয়ার খবর দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
×