ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া সুবিচার পাননি : নজরুল

প্রকাশিত: ০২:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়া সুবিচার পাননি : নজরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুবিচার পাননি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের শরিক দল জাগপা আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল বলেন, এ সরকারের আমলে কেউ সুবিচার পাবে কি না তা সন্দেহ রয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির জন্য। কিন্তু আজ দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থনৈতিক সমস্যা রয়েছে। খুন-গুম, হামলা-মামলা ও নারী নির্যাতনে ভরে গেছে দেশ। নজরুল বলেন, কেন বিএনপি ভাঙ্গছে না, এজন্য সরকার আজ অসন্তুষ্ট। খালেদা জিয়ার রায়কে ঘিরে যদি আমরা গাড়িতে ঢিল দিতাম, কাচ ভাঙ্গতাম ওই সুযোগে আওয়ামী লীগ বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিতো। অতীতে তাই করেছে। এবার সে সুযোগ না পাওয়ায় মনক্ষুন্ন তারা। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক রেহেনা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নজরুল ইসলাম আরও বলেন, খালেদা জিয়া আজ কারাগারে। তাঁর মন ভাঙ্গার জন্য ইচ্ছা করে তাকে কারাগারে রেখেছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই তিনি কারাগারে গেছেন। তারপরও তিনি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র নেত্রীর নির্দেশেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। নজরুল বলেন, এ সরকারের আমলে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে । পদত্যাগ এর পরে দেশ ছাড়তে বাধ্য করা হয় । আমাদের নেত্রী খালেদা জিয়া আদালতে বলেছেন, যারা শেয়ার মার্কেট, ব্যাংক লুট করছে সুইচ ব্যাংকে টাকা জমিয়েছে। তাদের কোন বিচার হয় না এবং তদন্তও হয় না। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া কোন দোষ করেনি । তিনি জনগণের উদ্দেশে বলেছেন কোন দুর্নীতি করেননি । তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি কারনে কারাগাওে ডিভিশন পান। কিন্তু তাকে ডিভিশন দেয়া হয়নি। তার প্রতি অন্যায় করা হয়েছে । তিন দিন পর তাকে ডিভিশন দেওয়া হয়। তাকে কষ্ট দিয়ে এবং মনোবল ভেঙ্গে দেওয়া জন্যেই এই সব ঘটনা ঘটানো হয়েছে ।
×