ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ শতাংশ

প্রকাশিত: ২৩:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে পতনে শেষ হয়েছে লেনদেন। সপ্তাহ জুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের সপ্তাহ থেকে ১ হাজার কোটি টাকা বা ৪১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে বিদায়ী সপ্তাহে ১ হাজার ৪৯৮ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৮০ কেটি ৬২ লাখ ৮৬ হাজার ৯০ টাকা বা ৪১.৯০ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭৯ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৫৮৮ টাকার। গত সপ্তাহে ডিএসইতে সব সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৪৩.২২ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক পয়েন্ট বা ৬০.৬৭ পয়েন্ট বা ২.৭২ শতাংশ এবং শরিয়াহ সূচক ২৯.৯২ পয়েন্ট বা ২.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২১৭০ ও ১৩৭৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৯ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৯২৪ টাকার। যা আগের সপ্তাহ থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩১ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭৩০ টাকার। আগের সপ্তাহে সিএসইতে সব সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭১ পয়েন্ট বা ২.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৩৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৬৩ পয়েন্ট, সিএসসিএক্স ২৭৮ পয়েন্ট ও সিএসআই ২৮ পয়েন্ট কমে দাড়িয়েছে যথাক্রমে ১৩৭৬, ১৬৪৯৭, ১১০১৯ ও ১২২৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২১৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।
×