ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কটে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

প্রকাশিত: ২১:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা সঙ্কটে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

অনলাইন রিপোর্টার ॥ আজ শুক্রবার সকালে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিকে সেই দেশের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়টি নিয়ে কথা বলেন।মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব শুক্রবার সকালে সেখানে অবস্থানরত আবদুল হামিকে ফোন করলে রাষ্ট্রপতি রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলেন। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি হামিদ। সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বাংলাদেশ গুরুত্ব দেয়। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরাতে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানান এবং তার দায়িত্বের মেয়াদে বাংলাদশ ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। আসছে ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সূচির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি হামিদ বলেন, তার ওই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি মনে করেন।
×